আবির দত্ত, বোলপুর: অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন গরুপাচার মামলায়। তার পরই বীরভূমে ফের সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ বার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তৎপর সিবিআই। বীরভূম জুড়ে তল্লাশি চালালেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গ্রেফতার করা হল তিন জনকে। কঙ্কালীতলা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে আরও ৩ জনকে। 


ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমে তল্লাশি সিবিআই-এর


ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। দীর্ঘ দিন ধরে তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার আচমকাই তাঁদের একটি দল বীরভূম জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। কঙ্কালীতলা-সহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ জনকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তিন জনকে আটক করা হয়। তলব করা হয় আরও তিন জনকে। 


শান্তিনিকেতনের অস্থায়ী শিবিরে আটক করা তিন জনকে নিয়ে পৌঁছয় সিবিআই। তাঁরা সরাসরি হিংসায় যুক্ত ছিলেন বলে অভিযোগ। এর পর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব। তার পর বিকেলের দিকে গ্রেফতার করা হয় ওই তিন জনকে। ধৃতদের পঞ্চানন খাঁ, বাদল শর্মা এবং তীর্থনাথ হাজরা হিসেবে শনাক্ত করা গিয়েছে। গ্রেফতারির পর বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের। এ ছাড়াও আরও জনকে ডেকে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন: Birbhum News: অনুব্রতর গ্রেফতারির পর ফের বীরভূমে সক্রিয় সিবিআই, ভোট পরবর্তী হিংসা নিয়ে তল্লাশি, জিজ্ঞাসাবাদ, আটক ৩


সিবিআই সূত্রে খবর, শনিবার সকালে প্রথমে ধৃতদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তার পর বাড়িতেই দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। এর পর বাড়ি থেকে তুলে আনা হয় সিবিআই-এর অস্থায়ী শিবিরে। জিজ্ঞাসাবাদে তাঁদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তার পরই গ্রেফতার করা হয়। আগামী কাল তাঁদের আদালতে তোলা হবে। ধৃত তিন জন অনুব্রত-ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তাঁরা তৃণমূল কর্মী বলেও জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে ভাঙচুর-সহ একাধিক অভিযোগ রয়েছে। 


২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে দাবি করে গেরুয়া শিবির। মারধর, খুন, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করে তারা। এমনকি ভয়ে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া বলেও দাবি করে। এর পর মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই-এর হাতে গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার দায়িত্ব তুলে দেয় আদালত। 


সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট সুকান্ত মজুমদার


কিন্তু শনিবার বীরভূমে সিবিআই তল্লাশি চালালেও, তাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য়, "ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআই-এর আরও দ্রুত তদন্ত করা উচিত ছিল। সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হতো।" এর আগে সিবিআই-এর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।