দুবাই: শ্রীলঙ্কা, আফগানিস্তানের (Sri Lanka vs Afghanistan) ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2022) অভিযান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। আদপে এ বারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও, দ্বীপরাষ্ট্রের রাজনৈতিক অরাজকতার জেরে তা সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করা হয়েছে। যদিও আয়োজক দেশের স্বত্ব শ্রীলঙ্কার হাতেই রয়েছে এবং তারাই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে।


শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু


এই টুর্নামেন্টে মোট ছয়টি দল খেলছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান মূলপর্বে আগেই কোয়ালিফাই করেছিল। হংকং আমিরশাহিকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে কোয়ালিফায়ার জিতে এই টুর্নামেন্টে নামার ছাড়পত্র পেয়েছে। ছয়টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে খেলা হবে এই টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান ও হংকং রয়েছে গ্রুপ 'এ' এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান রয়েছে গ্রুপ 'বি'-তে। দুইটি গ্রুপের প্রথম দুই দল সুপার চারে উঠবে এবং বাকি তিন দলের বিরুদ্ধে খেলার পর সেরা দুই দল খেতাব জয়ের লক্ষ্যে নামবে দুবাইয়ের ময়দানে।


মোট ১৩টি ম্যাচ খেলা হবে এবারের এশিয়া কাপে, ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। ভারতীয় দল এশিয়া কাপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন তো বটেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। নিজেদের অষ্টম এশিয়া কাপ খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন রোহিত শর্মারা। তবে ভারতকে পাকিস্তান খেতাবের জন্য কড়া চ্যালেঞ্জ জানাবে বলেই মনে করা হচ্ছে। সবকিছু পরিকল্পনামতো চললে এই দুই দলই ফাইনালে পৌঁছনোর সেরা বাজি। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে মোট তিন তিনবার একে অপরের মুখোমুখি হবে। বর্তমানে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় ক্রিকেটপ্রেমীদের বড় আক্ষেপ। এই এশিয়া কাপে কিছুটা হলেও তা মিটতে পারে।


 






এক নজরে জেনে নিন কোথায়, কখন, কীভাবে দেখবেন এশিয়া কাপের ম্যাচগুলি। অনলাইনেই বা কোথায় দেখবেন এই টুর্নামেন্ট।


কবে থেকে শুরু এশিয়া কাপ?


আজ, শনিবার (২৭ অগাস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের মহারণ। 


কবে ফাইনাল?


১১ সেপ্টেম্বর, দুবাইয়ের ময়দানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল।


কখন হবে এশিয়া কাপের ম্যাচগুলি?


ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই এশিয়া কাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। 


কোথায় দেখা যাবে এশিয়া কাপ?


স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলি।


অনলাইনে কীভাবে দেখবেন এশিয়া কাপ?


অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা এশিয়া কাপের ম্য়াচগুলি দেখতে পারবেন।


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে চলেছেন বিরাট কোহলি