ভাস্কর মুখোপাধ্য়ায়, ও এরসাদ আলম, সিউড়ি: সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যু। খুনের অভিযোগ উঠল এক সন্ন্যাসীনির বিরুদ্ধে। এই ঘটনায় তুলকালাম বীরভূমের সিউড়িতে। সন্ন্যাসীকে খুনের অভিযোগে এক সন্ন্যাসীনিকে বেধড়ক মার জনতার। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
কী ঘটনা:
সন্ন্য়াসীর অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে, বীরভূমের সিউড়িতে তুলকালাম। খুনের অভিযোগে, এক সন্ন্য়াসীনিকে বেধড়ক মার, পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুন না আত্মহত্য়া, খতিয়ে দেখা হচ্ছে। এদিন গাছের ডাল থেকে উদ্ধার হয় এক সন্ন্যাসীর ঝুলন্ত দেহ। ওই ঘটনায় রবিবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ির পুরন্দরপুরের বাহিরি কালীতলা এলাকা। সন্ন্য়াসীকে খুন করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় এক সন্ন্য়াসিনীকে অভিযুক্ত সন্দেহে বেধড়ক মারধর করা হয়। মন্দির চত্বরে তুমুল বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, মন্দিরের পূজারি ভুবন ব্রহ্মচারী নামে ওই সন্ন্য়াসীর সঙ্গে গ্রামবাসীদের নিবিড় সম্পর্ক ছিল। মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়াতেন তিনি। রবিবার ভোরে সেই মানুষটির অস্বাভাবিক মৃত্য়ু হয়। মন্দিরের পাশে, যে বেলগাছে গ্রামবাসীরা মানত করেন, সেই গাছেই সন্ন্য়াসীর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। অদ্ভূতভাবে তাঁর পা দুটি মাটি ছুঁয়ে ছিল বলে অভিযোগ। পিঠেও ছিল ব্য়াগ। এই ঘটনাকে আত্মহত্য়া বলে কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামবাসীরা।
সিউড়ির পুরন্দরপুর এলাকার বাসিন্দা বিষ্ণু দাস বলেন, 'আমাদের সাধুবাবা। আজ সকালে ভোরবেলা খবর পাই সুইসাইড করেছি। আমাদের সন্দেহ হত্য়া করে ঝুলিয়ে দিয়েছে। তদন্ত না হলে দীর্ঘতর আন্দোলনে নামব। পুলিশকে পুলিশের কাজ করতে দিয়েছি। এটার তদন্ত সঠিকভাবে না হলে ছাড়ব না।' গ্রামবাসীদের অভিযোগ, খুন করা হয়েছে সন্ন্য়াসীকে। আর ঘটনায় মন্দিরে সদ্য় আসা এক সন্ন্য়াসিনীর হাত রয়েছে বলে দাবি। এদিন সকালে, মন্দির চত্বরেই ব্য়াপক মারধর করা হয় ওই সন্ন্য়াসিনীকে। ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। বিষ্ণু দাসের অভিযোগ, 'এক মহিলা এসেছেন। মহিলা মানুষকে মানুষ বলে গণ্য় করে না। বাইরে থেকে ভক্তরা আসে, পুজো দিয়ে যায়। সেবাইতের জন্য় ভোগ খাওয়াই। এই মহিলা টাকা তুলছে। এটা তো নিয়ম না। ওঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।'
অভিযুক্ত সন্ন্য়াসিনীর দাবি, 'ওরা এখানে এসে মদ-গাঁজা-ভাং খায়। তাই মন্দিরে ঢুকতে দিতাম না। আমি সাধুবাবাকে একদিন দেখেছি। আমি কিছু জানি না। আমি তারাপীঠ থেকে এসেছি। গ্রামবাসীরা আমাকে বিনা কারণে প্রচুর মেরেছে। আমি কিচ্ছু জানি না। সন্দেহ করে।'
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় নিয়ে যাওয়া হয়েছে। খুন না আত্মহত্য়া, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।
আরও পড়ুন: জমিতে পানীয় জল প্রকল্প, চাকরি চেয়ে তালা! ভোগান্তিতে বাসিন্দারা