ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: বীরভূমে (Birbhum) ভোট শেষ। কিন্তু এখনও আরও দুই দফা ভোট রয়েছে সারা দেশে। বাংলাতেও (West Bengal Lok Sabha Election 2024) রয়েছে দুই দফার ভোট। যেহেতু দেশে নির্বাচন (Lok Sabha Poll 2024) চলছে, তার জন্য এখন জেলা প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। এই ভোটের আবহেই বীরভূমে ফের উঠল বালি পাচারের অভিযোগ। বীরভূমের নানুরে উঠেছে বালি পাচারের অভিযোগ। নানুরে একাধিক ঘাট থেকে বালি উঠছে বালি। এর আগে বালি পাচার বারবার এসেছে খবরের শিরোনামে। বালি পাচার নিয়ে রাজ্য়ে শাসক-বিরোধী তরজাও চলেছে বারবার। 


কী অভিযোগ?
নানুরে বালি পাচারের অভিযোগ উঠেছে। একাধিক ঘাট থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের একাংশের এবং শাসকদলের মদতে চলছে এই বালি পাচার। এর ফলে রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার। যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য ওই অভিযোগ মানতে চাননি। এর মধ্যে নানুরের বিডিও, বিএলআরও এবং নানুর থানার পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি। বিডিও জানিয়েছেন, একটি বালিঘাটের রাস্তা কেটে দেওয়া হয়েছে। 


প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের থুপসড়া পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। বীরভূম-বর্ধমান সীমানায় লোচন দাস সেতুর কাছে পালিতপুর মোড়। অভিযোগ, ওই মোড়ের কাছে ‘অবৈধ’ ঘাট তৈরি করে ট্রাক, ট্রাক্টর এবং ডাম্পারের সাহায্যে বালি পাচার করা হচ্ছে। তৃণমূলের জেলা নেতার অনুগামীরা এই বালি পাচারে যুক্ত।                     


বিজেপির (BJP) সাংগঠনিক জেলা সভাপতি (বোলপুর) সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'পুলিশ, প্রশাসন এবং তৃণমূল নেতাদের মদতে এই বালি পাচার চলছে।' তাঁদের দাবি, এই অভিযান লোক দেখানো। আসলে পুলিশ,প্রশাসন এবং শাসক দলের মদতে এই বালি পাচার চলছে বলে অভিযোগ। নানুরের বিডিও সন্দীপ সিংহরায় বলেন, 'ভোটের আগে ওই এলাকায় একটি অবৈধ বালির ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। ফের কারা বালি পাচারের করছেন, তা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: এবার 'অস্ত্র' ছবি! ফের কুণালের নিশানায় রাজ্যপাল!