ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীদের সামনেই পাথরের ট্রাক থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠল বীরভূমের (Birbhum) রামপুরহাট ও মল্লারপুরেপ্রতিবাদে পথ অবরোধ করলেন পাথর ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক (District Magistrate)।


ঠিক কী ঘটেছে


টোল ট্যাক্স আদায় করার ঘরে বসে রয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরা (Land and Land Reforms Employees)। তাঁদের সামনেই স্থানীয় যুবকরা অবৈধভাবে পাথর বোঝাই ট্রাক চালকদের চালান কাটছেন ! এমনই অভিযোগ উঠেছে বীরভূমের রামপুরহাট ও মল্লারপুরে। নলহাটি ও রামপুরহাটে রয়েছে একাধিক পাথর খাদান ও ক্র্যাশার । সেখান থেকে প্রতিদিন শয়ে শয়ে ট্রাক পাথর বোঝাই করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়।                                                                          


কী অভিযোগ


পাথর ব্যবসায়ীদের অভিযোগ, বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছে। স্থানীয় যুবকদের দেওয়া রসিদ নকল বলে জানিয়ে জরিমানা করছে পুলিশ (Police)। রামপুরহাটের স্থানীয় পাথর ব্যবসায়ী হুমায়ুন কবীরের অভিযোগ, 'ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরাই আগে পাথর বোঝাই ট্রাকের চালকদের চালান কেটে রসিদ দিতেন। ৩ জানুয়ারি থেকে সরকারি কর্মীদের দাঁড় করিয়েই এই টাকা নিচ্ছেন স্থানীয় যুবকরা'।                                                       


প্রতিবাদে বুধবার রাতে রামপুরহাটে বিক্ষোভ-অবরোধ শুরু করেন পাথর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালেও মল্লারপুরে অবরোধ করেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরা জানিয়েছেন, আমরা টাকা তুলিনি পাবলিকে তুলছে। 


বীরভূমে এর আগে একাধিক বার গরুপাচার, কয়লা, বালি পাচারের অভিযোগ উঠেছে। গরুপাচার মামলায় জেলবন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সেই অনুব্রত গড়েই উঠল পাথরের ট্রাকে বেআইনিভাবে চালান কাটার অভিযোগ। বীরভূমের জেলাশাসক জানিয়েছেন, খবর পেয়েছি, পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ।                                                                                                                    


আরও পড়ুন- চাকরির বৈধতা প্রমাণে ব্যর্থ, প্রাথমিকে আরও ৫৯ শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত