ভাস্কর মুখোপাধ্যায়, এরশাদ আলম, খয়রাশোল: অসুস্থ হয়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর। তাকে ঘিরেও অপপ্রচার বীরভূমে (Birbhum News) শারীরিক অসুস্থতা নয়, ভূতের আতঙ্কেই (Ghosh Theory) খুদের মৃত্যু (Child Death) হয়েছে বলে দাবি শিশুটির পরিবারের। তার জেরে আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের। ভয়ে স্কুলেই যাচ্ছে না অধিকাংশ পড়ুয়া। হাসপাতাল যদিও জানিয়েছে, শিশুটি অসুস্থই ছিল। তার পরও আতঙ্ক কাটছে না। তার জেরে প্রশাসনের তরফে সচেতনতা অভিযান শুরু হল। 


খয়রাশোলে স্কুল পড়ুয়ার মৃত্যু, ভূতের আতঙ্ক এলাকায়


বীরভূম জেলার খয়রাশোল (Khayrasole News) ব্লকের ঘটনা। সেখানকার বাবুইজোড় প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সম্প্রতি স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের এখটি শ্রেণিকক্ষে ভূত রয়েছে। মৃত শিশুর পরিবারেরও দাবি যে, ভূতের আতঙ্কেই মৃত্যু হয়েছে তাদের মেয়ের। এই ঘটনায় চাঞ্চলয ছড়িয়েছে এলাকায়। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির। তার পরই ভূতের আতঙ্কের কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। তাঁদের অভিভাবকরাও উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন। তার ফলস্বরূপ, ওই খুদের মৃত্যুর পর থেকে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি কমতে শুরু করেছে। 


আরও পড়ুন: BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে হিংসা, মানবাধিকার লঙ্ঘন! সিবিআই চাইল বিজেপি-র কেন্দ্রীয় দল


পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শনিবার স্কুলে একজন পড়ুয়াও উপস্থিত হয়নি বলে জানা গিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ভূতের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। সাফ জানানো হয়েছে, শিশুটি মৃগী রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এর সঙ্গে কোনও ভুতুড়ে কাণ্ড-কারখানার যোগ নেই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, আতঙ্ক কাটছে না এলাকাবাসীর। 


কুসংস্কার কাটিয়ে উঠতে বিশেষ উদ্য়োগ বিজ্ঞান মঞ্চের


তাতে প্রশাসনের অন্দরেও উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে তৎপর হয়েছে বিজ্ঞান মঞ্চ। তারা জানিয়েছে, ওই স্কুলে ভূতের আতঙ্ক নিয়ে যে সব কথা চাউর হচ্ছে, তা কুসংস্কার ছাড়া অন্য কিছু নয়। ভূতের আতঙ্ক এবং ছআত্রীর মৃত্যুর ঘটনা নেহাতই কাকতালীয় বলে মত তাদের। কুসংস্কার দূর করতে তাই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিজ্ঞানমঞ্চ। সাধারণ মানুষকে বিষয়টি বোঝানো হবে বলে জানিয়েছে তারা।