Flipkart Big Billion Day: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল (Flipkart Big Billion Day Sale 2022) শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর। প্লাস মেম্বাররা (Flipkart Plus member) অবশ্য ২২ সেপ্টেম্বর থেকে কেনাকাটার সুযোগ পেয়েছিলেন। তবে সাধারণ ক্রেতাদের জন্য গতকাল শুরু হয়েছে জনপ্রিয় ই-কমার্স সংস্থার এই সেল। অর্থাৎ আজ ২৪ সেপ্টেম্বর ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে’জ ২০২২ সেলের দ্বিতীয় দিন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফ্লিপকার্টের এই সেল। বিভিন্ন কোম্পানির মোবাইলে (Smartphones) প্রায় ৪০ শতাংশ ছাড় থাকছে এই সেলে। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই (No Cost EMI) অপশন এবং এক্সচেঞ্জ অফার (Exchange Offer)। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis bank) এবং আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) কার্ড ব্যবহার করে বা ইএমআই ট্রানজাকশনের (EMI Transaction) মাধ্যমে ফ্লিপকার্টের এই সেলে কেনাকাটা করলে ক্রেতারা ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন। এর পাশাপাশি পেটিএমের (PayTm) মাধ্যমে কেনাকাটা করলেও থাকছে আকর্ষণীয় অফার।


এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেলে কোন কোন ফোন কতটা কম দামে পাওয়া যাচ্ছে


আইফোন ১৩- আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ফ্লিপকার্টে এই সেলে ধার্য হয়েছে ৫৭,৯৯০ টাকা। সেলের প্রথম দিন দাম ছিল ৫৬,৯৯০ টাকা। ২০২১ সালে আইফোন ১৩ লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। ফ্লিপকার্টের সেলে পুরনো আইফোনের পরিবর্তেও নতুন আইফোন ১৩ কিনতে পারেন ক্রেতারা। সেক্ষেত্রে ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। ইএমআই অপশনেও কেনা যাবে এই আইফোনের মডেল। মাসে কিস্তি দিতে হবে ১৯৮২ টাকা।


আইফোন ১১- এই আইফোনের ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ফ্লিপকার্টের সেলে ৩৫,৯৯০ টাকা। আইফোন ১২- র এই মডেলের দাম ৪৩,৯০০ টাকা থেকে কমেছে। এক্ষেত্রেও এক্সচেঞ্জ করে ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা। আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে ফোন কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।


গুগল পিক্সেল ৬এ- ফ্লিপকার্টে সেলে গুগল পিক্সেল ৬এ ফোন পাওয়া যাবে ৩৪,১৯৯ টাকায়। ফ্ল্যাট ৯৮০০ টাকা ছাড় রয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে আরও ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। চলতি বছর মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৬এ ফোন। সেই সময় এই ফোনের দাম ছিল ৪৩,৯৯৯ টাকা। এই ফোনের ক্ষেত্রেও এক্সচেঞ্জ অফার হিসেবে ১৬,৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।   


নাথিং ফোন ১- এই ফোনের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ফ্লিপকার্টের সেলে ৩১,৯৯৯ টাকা। অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এক্সচেঞ্জ অফার হিসেবেও ১৬,৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ৩৩,৯৯৯ টাকায়। তারপর আবার ১০০০ টাকা দাম বেড়েছিল এই ফোনের।


রিয়েলমি ৯ প্রো ৫জি- রিয়েলমির এই ৫জি ফোন ফ্লিপকার্টের সেলে পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকায়। এবছর ফেব্রুয়ারি মাসে ভারতে এই ফোন লঞ্চ হয়েছে ১৭,৯৯৯ টাকা। এক্ষেত্রে পুরনো ফোন এক্সচেঞ্জ করে রিয়েলমির এই ফোন কিনলে ১৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারেন।  


রিয়েলমি ৯- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টের সেলে ১৫,৪৯৯ টাকা। এই ফোন লঞ্চ হয়েছিল ১৭,৯৯৯ টাকায়। এক্ষেত্রে এক্সচেঞ্জ অফার হিসেবে ১৫,৪৯৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। এছাড়াও অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন হলে আরও ১৫০০ টাকা ছাড় পাওয়া সম্ভব।


ভিভো টি১ ৪৪ ওয়াট- মে মাসে ভারতে ভিভোর এই ফোন লঞ্চ হয়েছিল ১৪,৪৯৯ টাকায়। তবে ফ্লিপকার্টের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ১৩,৪৯৯ টাকায়। এছাড়াও ১২,৮৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ রয়েছে। অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পেতে পারেন ক্রেতারা।


আরও পড়ুন- ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ভারতে হাজির টেকনো পোভা নিও ৫জি, দাম কত