হো চি মিন: সিঙ্গাপুরের বিরুদ্ধে (IND vs SGP) ফ্রেন্ডলি ম্যাচে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে (Indian Football Team)। ম্যাচে বেশ অনেকগুলি গোলের সুযোগ তৈরি করলেও, জয়সূচক গোল করতে পারেনি ভারত। 


ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণের পথ বেছে নেয়। প্রথমে সিঙ্গাপুর পর পর দুই সুযোগ তৈরি করে। ছয় মিনিটে অনিরুদ্ধ থাপার রক্ষণচেরা পাস থেকে লিস্টন কোলাসোও ভাল সুযোগ পেয়ে গোলে শট নেন বটে। তবে তা গোলের তেকাঠির মধ্যে রাখতে পারেননি তারকা ফরোয়ার্ড। ম্যাচ যত এগোয় সিঙ্গাপুরের আক্রমণ ততই ক্ষুরধার হয়ে ওঠে। ম্যাচের ১৫ মিনিটে দারুণভাবে ইকশান ফান্ডিকে রুখে দেন আনোয়ার আলি। ফান্ডিই সিঙ্গাপুরের হয়ে ১০ মিনিট পরে আরও একটি বড় সুযোগ তৈরি করেন। তবে তা থেকে গোল হয়নি।


ম্যাচের আধ ঘণ্টা নাগাদ গোলের জোড়া সুযোগ পায় ভারত। তবে আনোয়ারের হেডার সিঙ্গাপুর গোলকিপার সেভ করে দেন এবং নরিন্দর তাঁর হেডার গোলের বাইরেই মারেন। এই ঘটনার ছয় মিনিটে পরেই কিছুটা ভাগ্যের সহায়তায়ই সিঙ্গাপুর এগিয়ে যায়। ফান্ডির ফ্রি-কিক ভারতীয় ওয়ালে লেগে গোলকিপার গুরপ্রীতকে পরাস্ত করে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আশিক কুর্নিয়ান (Ashique Kuruniyan) ভারতীয় দলকে সমতায় ফেরান। সুনীল ছেত্রীর দুর্দান্ত পাস থেকে কুর্নিয়ান গোল করতে কোনওরকম ভুল করেননি।


 






দ্বিতীয়ার্ধের শুরুটা ভারতই বেশি ভালভাবে করে। অনিরুদ্ধ থাপার ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ পেলেও আশিকের শট সেভ করে দেন সিঙ্গাপুর গোলরক্ষক। ৫১ মিনিটে ছেত্রীর হেডারও সেভ হয়ে যায়। ৭৫ মিনিটে অল্পের জন্য লিস্টন লক্ষ্যভ্রষ্ট হন। দ্বিতীয়ার্ধে নেমে ইয়াসির কয়েকটি সুযোগ তৈরি করলেও, ম্যাচে আর কোনও গোল হয়নি। তাই ১-১ স্কোরালাইনে ড্রয়েই শেষ হয় ম্যাচটি। গোটা দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েও জয় পেলেন না সুনীলরা। এরপর মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ভিয়েতনামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে নামবেন সুনীল ছেত্রীরা।  


আরও পড়ুন: ক্রমতালিকায় অনেক পিছিয়ে, তবুও সিঙ্গাপুরকে সমীহ করছেন সুনীলরা