ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া হল না। নলহাটিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষার্থীর মৃত্যু হল হাসপাতালে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বন্ধু।
পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর: গতকাল মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা দিয়ে বাবার মোটরবাইকে চড়ে ফিরছিল সুহানা পারভিন ও তার বন্ধু আরেক পরীক্ষার্থী। কলিঠা গ্রামের কাছে তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে আরেকটি বাইক। ওই বাইকের দুই সওয়ারিও মাধ্যমিক পরীক্ষার্থী। সুহানার বাবা-সহ পাঁচজনই আহত হয়। কারও মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। সুহানাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলে, সেখানে তার মৃত্যু হয়। তার বন্ধু রামপুরহাট হাসপাতালে ভর্তি রয়েছে।
যানজটে আটকে মাধ্যমিক পরীক্ষার্থী: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে সিউড়িতে ১৪ নম্বর জাতীয় সড়কে ব্য়াপক যানজট। আটকে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা। সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অনেককেই জাতীয় সড়ক ধরে ছুটতে দেখা যায়। সিউড়ির তিলপাড়া ব্যারাজ থেকে কচুজোড় পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির লাইন সামলাতে হিমশিম খায় পুলিশ।
গতকাল মাধমিকের প্রথম দিন পরীক্ষা চলাকালীন মালদার দুই পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে আসে প্রশ্নের কয়েকটি পাতার ছবি।মোবাইল ফোনে তুলে বাইরে পাঠানোর ঘটনায় দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করে তাদের সমস্ত পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসেছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। অন্যান্য বারের মতো এবারও প্রশ্নপত্রের কয়েকটি পাতার প্রতিলিপি বাইরে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। তবে এবার পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ
কী করে তা সম্ভব হল? পর্ষদের দাবি, প্রযুক্তির বাজিমাত। এবার প্রশ্নপত্রের প্রতি পাতায় রাখা হয়েছে ইউনিক গোপন কোড। যাতে কোনও প্রশ্নপত্রের ছবি তোলা হলে, তা দেখে বোঝা যাবে সেই প্রশ্নপত্র কোন পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছিল। পাশাপাশি, অ্যাটেন্ডেন্স শিট লিখে রাখা প্রশ্নপত্রের নম্বর দেখে জানা যাবে, সেই প্রশ্ন কোন ছাত্রকে দেওয়া হয়েছিল। পরীক্ষাকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে মালদার ইংরেজবাজার ও লখিমপুরের দুই পরিক্ষার্থীকে চিহ্নিত করা হয়। বাতিল করা হয় তাদের বাকি সব পরীক্ষা। পর্ষদের দাবি, আগামী দিনে এরকম ঘটনা ঘটলে ১০ মিনিটের মধ্যে চিহ্নিত করা যাবে অভিযুক্তকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।