Ola Electric Scooter: ওলা সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল সম্প্রতি লঞ্চ করেছেন ওলা এস১ এক্স (Ola S1 X) ইলেকট্রিক স্কুটারের 4KWh ব্যাটারি ভ্যারিয়েন্ট। নতুন মডেলে আগের মতোই ডিজাইন রয়েছে। এর আগে ওলা এস১ এক্স ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ হয়েছিল 2KWh এবং 3KWh ব্যাটারি ভ্যারিয়েন্টে। ওলা এস১ এক্স সিরিজের এই দুই মডেলের মতোই ডিজাইন এবং ফিচার লক্ষ্য করা যাবে নতুন 4KWh ব্যাটারি ভ্যারিয়েন্টে। তবে 3KWh এবং 4KWh- এই দুই ভ্যারিয়েন্টের পার্থক্য রয়েছে ওজনের ক্ষেত্রে। ওলা এস১ এক্স 4KWh ব্যাটারি ভ্যারিয়েন্টের ওজন ১১২ কিলোগ্রাম। এটি ওলাএস১ এক্স- এর 3KWh ভ্যারিয়েন্টের থেকে ৪ কিলোগ্রাম বেশি ওজনের। অর্থাৎ ওলা এস১ এক্স 3KWh ভ্যারিয়েন্টের ওজন ১০৮ কিলোগ্রাম। 


নতুন ওলা ইলেকট্রিক স্কুটারে বড় ব্যাটারি থাকার ফলে বেশি রেঞ্জে চলবে এই ই-স্কুটার। ওলা 4KWh ব্যাটারি ভ্যারিয়েন্ট একবার পুরো চার্জ দিলে ১৯০ কিলোমিটার চলবে। অন্যদিকে ওলা এস১ এক্স ইলেকট্রিক স্কুটারের 3KWh ভ্যারিয়েন্টের সর্বোচ্চ রেঞ্জ মাত্র ১৪৩ কিলোমিটার। অন্যদিকে ওলা এস১ এক্স ইলেকট্রিক স্কুটারের 4KWh ব্যাটারি ভ্যারিয়েন্ট ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে চলতে পারবে এবং শূন্য থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি তুলতে সময় লাগবে মাত্র ৩.৩ সেকেন্ড। ওলা এস১ এক্স সিরিজের অন্যান্য মডেলের মতো 4KWh ব্যাটারি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও নরমাল, ইকো এবং স্পোর্টস তিনটি মোড রয়েছে। এছাড়াও রয়েছে ৪.৩ ইঞ্চির ডিসপ্লে। ভারতে ওলা এস১ এক্স ইলেকট্রিক স্কুটারের 4KWh ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ টাকা থেকে। 


দেশজুড়ে ৬০০ ওলা সার্ভিস সেন্টার 


নতুন ওলা এস১ এক্স ইলেকট্রিক স্কুটার লঞ্চের পাশাপাশি সংস্থার সিইও ঘোষণা করেছেন দেশজুড়ে ৬০০টি সার্ভিস সেন্টার তৈরি করা হবে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই এইসব সার্ভিস সেন্টার ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি করা হবেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে গ্রাহকদের আরও দ্রুততার সঙ্গে পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেও জানিয়েছেন ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল। 


ভারতের বিভিন্ন প্রান্তে ১০ হাজার ফাস্ট চার্জিং স্টেশন


ওলা সংস্থার তরফে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। ওলা- র সিইও ভাবিশ আগরওয়াল ঘোষণা করেছেন দেশের বিভিন্ন প্রান্তে ১০ হাজার চার্জিং স্টেশন তৈরি করা হবে। ওলা ইলেকট্রিক স্কুটার যাঁরা ব্যবহার করবেন তাঁদের যেন রাস্তাঘাটে চার্জ দিতে কোনও অসুবিধা না হয়, সেই দিকেই নজর দিচ্ছে সংস্থা। 


আরও পড়ুন- ভারত মোবিলিটি শো-তে জাদু দেখাল টাটা কার্ভ, কী চমক ডিজেল SUV কুপে ?


Car loan Information:

Calculate Car Loan EMI