নান্টু পাল, বীরভূম: বীরভূমের (Birbhum News) মল্লারপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে (Mob Lynching)। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি পরিবারের। ঘটনায় চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। যদিও গণপিটুনির অভিযোগ অস্বীকার করেছেন মূল অভিযুক্তর স্ত্রী। 


নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের


রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারায় অভিযুক্ত কয়েকজন প্রতিবেশী। পরিবারের দাবি, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর এই ঘটনায় শোরগোল পড়েছে বীরভূমের মল্লারপুরের শিবপুর গ্রামে।


আরও পড়ুন: North 24 Parganas News: সমৃদ্ধি যোজনায় ঋণ পেতেও কাটমানি! গাইঘাটায় কাঠগড়ায় তৃণমূল নেতা, অভিযোগ দায়ের


নিহত ব্যক্তির নাম, গোবিন্দ মুদি। চাষাবাদের কাজ করতেন তিনি। নিহতের পরিবারের দাবি, রবিবার গভীর রাতে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে এক প্রতিবেশীর বাড়িতে চলে যান গোবিন্দ। এর পরই তাঁকে একটি কাঁঠাল গাছে বেঁধে কয়েকজন মিলে বেধড়ক মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে গোবিন্দকে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


এখনও পর্যন্ত চার জনকে আটক করেছে পুলিশ


নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে মল্লারপুর থানার পুলিশ চারজনকে আটক করেছে। যদিও গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন মূল অভিযুক্তর স্ত্রী। তিনি বলেন, "গতকাল রাতে আমি ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলাম, আমাদের হাত ধরে টানাটানি করে এরপর স্বামী এসে দেখে ও সাইকেল চুরি করে নিয়ে পাচ্ছে, তখন তাকে গাছে বেধে রেখেছিল, মারধর করেনি, ওর রোগ ছিল।" এদিকে, এই ঘটনার পর অশান্তি এড়াতে শিবপুর গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।