সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা: গাইঘাটার (Gaighata News) সুটিয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মহিলা সমৃদ্ধি যোজনায় তফশিলি জাতি-উপজাতিদের ঋণ দেওয়া হচ্ছে না। উল্টে কাটমানির বিনিময়ে ঋণ পাচ্ছেন অন্য সম্প্রদায়ের মহিলারা (North 24 Parganas News)। প্রধান, উপপ্রধান-সহ ৩ জনের বিরুদ্ধে BDO-র কাছে অভিযোগ দায়ের। মানতে নারাজ পঞ্চায়েত প্রধান (Cut Money)।


তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ


আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। যা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক-বিরোধী দু’পক্ষই। কিন্তু তার মধ্যেই ফের উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যার জেরে খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়া গ্রাম। 


এলাকাবাসীর একাংশের অভিযোগ, তফশিলি জাতি-উপজাতির মহিলারা সমৃদ্ধি যোজনায় ঋণ পাচ্ছেন না। উল্টে টাকার বিনিময়ে অন্য সম্প্রদায়ের মহিলাদের ঋণ দেওয়া হচ্ছে। এই নিয়ে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ৩ জনের বিরুদ্ধে BDO-র কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। 


আরও পড়ুন: Madhya Pradesh: দিদির শেষকৃত্যের সময়ে ওই চিতার আগুনেই ঝাঁপ দিলেন ভাই! চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার


যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল (TMC) নেতা মিহির বিশ্বাস বলেন, "এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ হয়েছে কিনা তাও জানি না। যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে সেটা খুবই অন্যায় হয়েছে।" 


অভিযোগ জমা পড়েছে বিডিও-র কাছে


জেলা প্রশাসন সূত্রে খবর, ১০ জনের তালিকা দিয়ে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে এই ঘটনায় নতুন করে তৃণমূল-বিজপি তরজা শুরু হয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দেদার গুর্নীতি চলছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের (BJP)।