নান্টু পাল, বীরভূম: ময়ূরেশ্বরে অস্বাভাবিক মৃত্যু মহিলার (Mayureswar News)। ফাঁকাবাড়িতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় উদ্ধার দেহ। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি বিধবা ওই মহিলার ছেলের। থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে (Unnatural death)। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে এলাকায়।
ময়ূরেশ্বরে অস্বাভাবিক মৃত্যু মহিলার
বীরভূম (Birbhum News) জেলার ময়ূরেশ্বরের ঘটনা। মৃত মহিলার নাম সুন্দরী বাগদি। বয়স হয়েছিল ৪০ বছর। উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সোমবার বাড়িতে ছিলেন না তাঁর ছেলে উজ্জ্বল বাগদি। বাড়ি ফিরে রাতে ঘরের মধ্যে তাঁর নিথর দেহ দেখতে পান বলে জানিয়েছেন তিনি।
মহিলার ছেলে উজ্জ্বল জানিয়েছেন, সোমবার রাতে পাশের গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে আয়োজিত বাউল গান শুনতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেন রাত দেড়টা নাগাদ। তখনই শোওয়ার ঘরে বিছানার উপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন মায়ের দেহ। মায়ের নিথর দেহে কোনও জামাকাপড় ছিল না, শুধু গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Assam floods: রেললাইনে কাত হয়ে আস্ত ট্রেন! আতঙ্কের ৪৮ ঘণ্টা কাটালেন ২ হাজারেরও বেশি যাত্রী
উজ্জ্বল জানিয়েছেন, মাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি। তাতেই পাড়া-পড়শি ছুটে আসেন। খবর দেওয়া হয় ময়ূরেশ্বর থানায়। পরে পুলিস এসে উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহটি। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যমে উজ্জ্বল বলেন, ‘‘গতকাল রাত ৮টা নাগাদ আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছিলাম। বাড়ি ফিরি যখন দেড়টা বাজছে। ঘরে ঢুকে দেখি, মায়ের গায়ে কাপড় নেই। বিছানায় পড়ে রয়েছে। আমার মনে হয়, গলায় গামছা জড়িয়ে কেউ মেরে দিয়েছে।’’
এলাকায় চাঞ্চল্য
ময়ূরেশ্বর থানার পুলিশ জানিয়েছে, মহিলার ছেলের বয়ানের ভিত্তিতে পাতত অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত মহিলার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।