ভাস্কর মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য, বীরভূম: মিড-ডে মিলের (Mid-day Meal) ডালে কিলবিল করছে পোকা। পোকায় খাওয়া চাল-ডাল দিয়েই রান্না হচ্ছে শিশুদের খাবার! পাচার হচ্ছে ভাল জিনিস। এই অভিযোগে আইসিডিএস কর্মীর সামনে চাল-ডাল ঢেলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অভিযোগ অস্বীকার আইসিডিএস কর্মীর। বিষয়টি খোঁঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। 


মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা! ২ দিন আগেই এই ছবি দেখা গিয়েছে বসিরহাটে (Basirhat)। সেই জেলারই দেগঙ্গায় মিড ডে মিলের চাল চুরি করে স্কুলের শৌচাগারে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এবার এই ছবি দেখা গেল বীরভূমের সাঁইথিয়ায়। ডালে কিলবিল করছে পোকা! পোকায় খাওয়া চাল-ডালেই রান্না হচ্ছে মিড ডে মিল!  এই অভিযোগে এদিন সাঁইথিয়ার রুদ্রনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর সামনেই চাল-ডাল ঢেলে দিয়ে চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হলেও নিজস্ব কোনও বাড়ি নেই। ভাড়ার মাটির ঘরে চলে পঠনপাঠন। রান্না হয় গোয়ালঘরে! স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পোকা ধরা চাল, ডাল দিয়ে রান্না করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, রান্না করা খাবারে প্রতিদিনই পোকা ভাসতে দেখা যায়।  আরও অভিযোগ, প্রতিবাদ করলে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।   


যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী। বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরু পাচারকাণ্ড ঘিরে যখন তোলপাড় রাজ্য, তখন আবাস যোজনা, একশো দিনের কাজ থেকে মিড ডে মিল ঘিরেও উঠেছে গরমিলের অভিযোগ।  


এবার কি মিড ডে মিল নিয়েও তদন্তে নামবে CBI? জল্পনা বাড়িয়েছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি। তিনি জানিয়েছেন, রাজ্যে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের সুপারিশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।


বিরোধীদেরকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর আগে কখনও মিড ডে মিলে ডালের বালতিতে মিলেছে সাপ! কখনও মজুত চালে মরা টিকটিকি, ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও অভিযোগ উঠেছে, মিড ডে মিলে পড়েছে টিকটিকি! এবার সামনে এল এরকম চাল-ডাল! তুঙ্গে রাজনৈতিক তরজা।


আরও পড়ুন: Adhir on Justice Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান অধীর, বললেন, ‘সবার আগে ভোটের লাইনে দাঁড়াব আমি’