সিডনি: হতাশাজনক বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার (AUS vs PAK) মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরজ় দিয়ে নতুন মরশুমের সূচনা করতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। ১৪ ডিসেম্বর থেকে শুরু সেই সিরিজ়ের আগে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন বাবর আজমরা। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে চরম দুরবস্থার শিকার হল পাকিস্তান ক্রিকেট দল।
দুর্ভোগর শিকার পাক দল!
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দলকে স্বাগত জানাতে সিডনির বিমানবন্দরে না ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও কর্মকর্তা উপস্থিত ছিলেন, না কোনও পাকিস্তান দূতাবাসের কর্মী ছিলেন সেখানে। আধিকারিকদের অনুপস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটাররা নিজেরাই নিজেদের মালপত্র কাঁধে তুলে নিয়ে ট্রাকে লোড করেন।
পাকিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পারথে প্রথম টেস্ট খেলতে নামবেন। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল। সিরিজ়ের শেষ ম্য়াচটি আয়োজিত হবে ৩ জানুয়ারি থেকে সিডনিতে। পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সার্কেলে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচই জিতেছে পাক দল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
মুখ খুললেন মিচেল মার্শ
বিশ্বকাপের (World Cup 2023) ফাইনালে অজিদের কাছে মন ভেঙেছে আসমুদ্রহিমাচলের। ক্রিকেট বিশ্বযুদ্ধে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরা হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে অজি ক্রিকেটারদের পারফরম্যান্স তারিফ কুড়িয়ে নিলেও খেতাব জয়ের পর মিচেল মার্শের 'কাণ্ডে' তৈরি হয়েছিল বিতর্ক। ড্রেসিংরুমে বিশ্বকাপের ওপর পা তুলে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। অনেকের মতেই, বিশ্বকাপ খেতাবকে অসম্মান করেছেন জুনিয়ার মার্শ। মাঝে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর অবশেষে গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অজি ক্রিকেটারা।
অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলে সাক্ষাৎকারের মাঝে বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার বলেছেন, 'স্বাভাবিকভাবেই অসম্মান করার কোনও মানসিকতা ছিল না। সেলিব্রেশনের মাঝে তোলা ছবিটা ঘিরে যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে, সেটা অনেকেই পরে আমাকে জানিয়েছিল। বিশ্বকাপ খেতাবকে অসম্মান করব এমন কোনও ভাবনাই আসেনি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y