আবির ইসলাম ও নান্টু পাল, বীরভূম: আজ থেকে বীরভূমে (Birbhum) খুলল হোটেল (Hotel), রিসর্ট (Resort)। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৫ শতাংশ ঘর ভাড়া দিতে পারবেন হোটেল মালিকরা। মানতে হবে স্বাস্থ্যবিধি। রিসর্ট মালিকদের দাবি, ২৫-এর বদলে প্রশাসন ৫০ শতাংশর অনুমতি দিলে ভাল হত।


করোনার (Corona) বাড়বাড়ন্তের কারণে সমস্ত হোটেল (Hotel), রিসর্ট (Resort) এক সপ্তাহের জন্য বন্ধ রেখেছিল বীরভূম জেলা প্রশাসন (Birbhum District Administration)। রবিবার থেকে ফের খুলে গেল সেগুলি। জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ঘর সংখ্যার ২৫ শতাংশ ভাড়া দিতে পারবেন হোটেল ও রিসর্ট মালিকরা। সব ক্ষেত্রেই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।


রামপুরহাটের মহকুমা (Rampurhat Subdivision) শাসক সাদ্দাম নাভাস জানান, “নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৫ শতাংশ ঘর ভাড়া দিয়ে হোটেল খোলা যাবে, জেলাশাসক (District Magistrate) নির্দেশ দিয়েছেন।’’মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে গত ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ঝাঁপ বন্ধ ছিল জেলার সব হোটেল, রিসর্টের। প্রশাসনের নির্দেশে ফের হোটেল খুলতেই বাইরে থেকে তারাপীঠে (Tarapith) আসতে শুরু করেছেন তীর্থযাত্রীরা। তীর্থযাত্রী পূর্ণেন্দু ঘোষাল বলেন, “কাল জানতে পেরেছি হোটেল খুলবে তাই এসেছি, হোটেলও পেয়েছি, পুজো দিলাম।’’ তারাপীঠের হোটেল মালিক সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, “কোভিডবিধি (Covid19 Rules) মেনে ঘর ভাড়া দিচ্ছি।’’


সাতদিন পর ফের চালু হয়েছে ব্যবসা (Business)। তবে প্রশাসনের সিদ্ধান্তে পুরোপুরি খুশি নন রিসর্ট মালিকরা। শান্তিনিকেতনের (Shantiniketan) রিসর্ট মালিক গণেশ ঘোষ বলেন, “এতে আমাদের পোষাবে না, ৫০ শতাংশ করলে সুবিধা হবে, কারণ কর্মীদের খরচ দিতে হয়, পর্যটনকেন্দ্র (Tourist Spot) বন্ধ, পর্যটনকেন্দ্র খুললেও সুরাহা হবে।’’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সর্বত্র কোভিডবিধি মানা হচ্ছে কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে।


আরও পড়ুন: Nadia News: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাজার খোলা নিয়ে বিধিনিষেধ জারি নদীয়ার গয়েশপুরে