কলকাতা: ফের বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)। নিশানায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিন মদন মিত্র (Madan Mitra) বলেন, "দলে (TMC) সমস্যার কথা কোথায় কাকে জানাব? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে (Harish Chatterjee Street) নিরাপত্তার কারণে যাওয়া যায় না। ব্যস্ত অভিষেকের (Abhishek Banerjee) কাছে আমাদের মতো সাধারণ কর্মীরা পৌঁছতে পারে না। তপসিয়ার (Tapsia) দফতর ভাঙা হয়েছে। তবে কোথায় জানাব? মহাসচিব বললে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও অভিযোগ জানাতে পারি।’’ শৃঙ্খলা ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তীব্র কটাক্ষ মদন মিত্রর (Madan Mitra)। 


অভিষেক-মডেল ইস্যুতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে অসন্তোষ ঠেকাতে, শনিবার কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যিনি শৃঙ্খলারক্ষা কমিটির প্রধানও। কিন্তু তাঁর বার্তার পরই রবিবার সংবাদমাধ্যমের সামনে  প্রশ্ন ছুড়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। গতকাল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, “কেউ কেউ বিবৃতি দিচ্ছেন। কোনও বক্তব্য থাকলে তাহলে তা দলের অভ্যন্তরে আলোচনা করুন। কর্মী-নেতাদের বিরুদ্ধে মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট হওয়া পক্ষে যথেষ্ট। শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে অনুরোধ করব মন্তব্য, বিবৃতি দেওয়া বন্ধ করুন। দলের অভ্যন্তরে আলোচনা করুন।’’ এরপর কড়া ভাষায় তৃণমূল মহাসচিব বলেন, “আমি পরিষ্কার ভাষায় বলছি, শৃঙ্খলারক্ষা কমিটি দলের কাছে কঠোর সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাবে।’’


এরপরই আজ পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেন, “মহসচিবকে ধন্যবাদ জানাব, এক লক্ষ বার বলেছেন শৃঙ্খলারক্ষা কমিটির কাছে অভিযোগ জানাতে। আগে অফিস ছিল, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এখন সেখানে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নিরাপত্তার বিষয় রয়েছে। বর্তমানে অভিষেকও (Abhishek Banerjee) ব্যস্ত রয়েছেন। প্রশ্ন হল নিয়মরক্ষা কমিটি কোথায় বসবে? তপসিয়া (Tapsia) অফিস ভাঙা হয়েছে। কোথায়? কখন? কার কাছে অভিযোগ জানাব? দলকে জানানোর স্কোপ পাচ্ছি না। আমি দলের বিরুদ্ধে বলছি না। মহাসচিব বললে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও অভিযোগ জানাতে পারি।’’


আরও পড়ুন: Madan Mitra: 'প্রতিবার মার খেতাম, কোনও বিচার আমি পাইনি', সোশাল মিডিয়ায় সরব মদনের পুত্রবধূ