বীরভূম: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে আবার বোমা উদ্ধার হল। এবার তপন গ্রামে জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিপিএম নেতা ইয়াকুব শেখকে ফাঁসানোর জন্য তাঁর বাড়ির পাশে বোমা রেখে গেছেন তৃণমূল কর্মীরা। দোষীদের গ্রেফতারির দাবি তুলে পুলিশকে বোমা উদ্ধারে বাধা দেন তাঁরা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


মাড়গ্রামে আবার বোমা উদ্ধার: পঞ্চায়েত ভোটের আগে বাংলা কি বোমা-বারুদের আখড়ায় পরিণত হচ্ছে? একের পর এক ঘটনায় এই প্রশ্ন ক্রমশ জোরাল হয়ে উঠছে। মাথাভাঙা, মানিকচক, কুলপি মিনাখাঁ, কাঁকিনাড়া, পূর্ব মেদিনীপুরে বোমা উদ্ধার থেকে ফাটার মতো ঘটনা ঘটেছে। আর এবার মাড়গ্রামে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকেই এই বোমা উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সিপিএম নেতাকে ফাঁসাতেই বাড়ির পাশে বোমা রেখেছিল তৃণমূল কর্মীরা। গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। পরে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। তার এক সপ্তাহের মাথায় বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর খামার বাড়ি থেকে ৩ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। 


কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমা, অস্ত্র। বোমা ফেটে রক্তাক্ত হচ্ছে শৈশব। শুকনো পাতা ঝাঁট দেওয়ার সময়, বোমা ফেটে জখম হলেন মা ও ৬ বছরের শিশু। গতকাল ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ইটাবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুকনো পাতা ঝাঁট দিয়ে পরিষ্কার করছিলেন মা। সঙ্গে ছিল ৬ বছরের ছেলে। পাতার আড়ালে লুকিয়ে রাখা বোমা ফেটে ২ জনেই জখম হন। মা ও ছেলেকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা শুকনো পাতার স্তূপে বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে ভূপতিনগর থানার পুলিশ। 


চলতি মাসে মাড়গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই ও এক তৃণমূল কর্মীর। তার কিছুদিন পর বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকেও বোমা উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বীরভূমে বোমা উদ্ধার হল। গত সপ্তাহে সিউড়ির সদাইপুরে উদ্ধার হয় ৫ ড্রাম ভর্তি তাজা বোমা।গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার গভীর রাতে লালমোহনপুর, সাহাপুর ও তুরুপের হাট গ্রামে অভিযান চালায় সদাইপুর থানার পুলিশ। ৩টি গ্রামের সংযোগস্থলে ক্যানালের পাশে ঝোপের মধ্যে লুকোনো ছিল বোমাভর্তি ৫টি ড্রাম। উদ্ধার হওয়া ৫০টি বোমা, রবিবার ভোরে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার শাসনে অস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার, ৪ রাউন্ড কার্তুজ ও একটি ধারাল অস্ত্র।


আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা