প্রকাশ সিনহা, কলকাতা: এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সিউড়ির সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে এই প্রথম কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজকের নামে খোলা ওই অ্য়াকাউন্টে এখনও ১৫ লক্ষ টাকা রয়েছে, যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলে মনে করছে সিবিআই। এত টাকার উৎস কী? কে ওই টাকা রাখল? তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ৩০০-র বেশি বেনামি অ্যাকাউন্ট খুলে গরুপাচারের কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হয়েছিল বলে, সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। 


অ্য়াকাউন্ট ফ্রিজ করল সিবিআই: গরু পাচার মামলার তদন্তে নেমে, গত মাসে আরও বিপুল সংখ্য়ক বেনামি অ্য়াকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআই। যার ফলে মোট বেনামি অ্য়াকাউন্টের সংখ্য়া দাঁড়াল ৩৩০।এইসব অ্য়াকাউন্টের মাধ্য়মে গরু পাচারের কালো টাকা সাদা হয়েছে বলে সিবিআইয়ের অনুমান। ওই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট ছিল বিজয় রজকের। তাঁর আয়ের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা লক্ষাধিক টাকা সঙ্গতিহীন বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের তরফে ব্যাঙ্কে জানানো হয়েছে, বিজয় রজকের অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। ওই অ্যাকাউন্ট থেকে যেন কোনও লেনদেন না হয় সেদিকেও নজর দিতে হবে। 


গত মাসের শুরুতেই গরু পাচার মামলার তদন্তে সিবিআইয়ের স্ক্য়ানারে উঠে আসে সিউড়ির সমবায় ব্য়াঙ্ক। ৫ জানুয়ারি সিউড়ির এই সমবায় ব্য়াঙ্কে হানা দেয় সিবিআই। এরপর এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে আসে, চাঞ্চল্য়কর তথ্য়। যেমন পিয়াশালা গ্রামের বাসিন্দা গোপাল ঘোষের নামে সিউড়ির সমবায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল। সিবিআই সূত্রে দাবি, সেই অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে।অথচ পরিবারের দাবি, গোপাল ঘোষ বছর তিনেক আগেই মারা গেছেন। বীরভূমের হরিপুর গ্রামের বাসিন্দা সুন্দরী বাসকি লেখাপড়া জানেন না। কোনও জায়গায় সাক্ষরের প্রয়োজন হলে টিপ সই দেন! কিন্তু আশ্চর্যের বিষয় হল, সিউড়ির সমবায় ব্যাঙ্কে তাঁর নামেও অ্যাকাউন্ট রয়েছে। আর যিনি নিজে বলছেন, টিপসই দেন, অথচ অ্যাকাউন্ট খোলার ফর্মের নিচে তাঁর নামের সই-ও রয়েছে এবিপি আনন্দর অন্তর্তদন্তে এমনও একজনের হদিশ মিলেছে, যাঁর আধার কার্ড পঞ্চায়েত দফতরে জমা দেওয়া হয়েছিল। নাম - বসন্ত মাঝি। এক বছর আগে মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর নামে সিউড়ির সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখনও সচল।


আরও পড়ুন: Bomb Recover: জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য মাড়গ্রামে