এরশাদ আলম ও নান্টু পাল, বোলপুর: রাজ্যে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ (Corona Case)। কিন্তু মৃতের সংখ্যায় এখনও ৩০-এর উপরে। একাধিক জেলা ইতিমধ্যেই বিধি জারি করেছে। একই ছবি বীরভূমেও (Birbhum)। করোনাবিধিতে সামান্য ছাড় দিয়ে নতুন নির্দেশিকা জারি করল বীরভূম জেলার একাধিক পুরসভা।


বিধিনিষেধের (Covid Restrictions) দিন বাড়াল রামপুরহাট পুরসভা। ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত  থাকবে দোকানপাট। চালু থাকবে জরুরি পরিষেবা। খোলা থাকবে ওষুধের দোকান। মিষ্টির দোকান রাত ৮ পর্যন্ত খোলা থাকবে।


বিধিনিষেধের দিন বাড়িয়েছে সাঁইথিয়া ও দুবরাজপুর পুরসভাও। আজ থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল সময়সীমা। সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত  থাকবে দোকানপাট। সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত জানান, “এই সময়সীমা করে বর্তমানে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। তাই আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ালাম যাতে সম্পূর্ণ নির্মূল করা যায়।‘’ প্রসঙ্গত, গতকাল এর পরিসংখ্যান অনুযায়ী সিউড়ি ও বোলপুর মহকুমা মোট করোনা সংক্রমণের  সংখ্যা ৫৭  জন।


একই সিদ্ধান্ত বোলপুর পুরঅঞ্চলে সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত  থাকবে দোকানপাট। সন্ধে ৭টার পর জরুরি পরিষেবা বাদ সমস্ত কিছু বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বহাল থাকবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। 


রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের (Corona Restriction) মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তবে বেশ কিছুক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Bandyopadhyay) নবান্নে এ ব্যাপারে ঘোষণা করেছেন।  তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। 


সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, খুলছে পর্যটন কেন্দ্রও। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। রাস্তার মিটিং মিছিলে সর্বাধিক ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।