Indian Navy Jobs: ভারতীয় নৌসেনায় SSC Executive (Information Technology) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে অনলাইনে এই পদের জন্য আবেদন পারবেন।  আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন।


Jobs in Indian Navy: ভারতীয় নৌসেনায় মোট ৫০ জন SSC Executive (Information Technology) নেওয়া হবে।ইন্ডিয়ান নেভাল একাডেমি (INA) ইজিমালা, কেরালার বিশেষ নেভি ওরিয়েন্টেশন কোর্সের অধীনে ভারতীয় নৌবাহিনীর তথ্য প্রযুক্তি (আইটি) এন্ট্রিতে শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) অনুদানের জন্য অবিবাহিত যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।


SSC EXECUTIVE (INFORMATION TECHNOLOGY) – 50 Posts
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য একজন প্রার্থীর অবশ্যই দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে। এ ছাড়াও নিম্নোক্ত শিক্ষাগতা যোগ্যতাগুলির মধ্যে একটিতে ন্যূনতম 60% যোগ্যতার নম্বর লাগবে। (a) MSc/ BE/ B Tech/ M Tech (Computer Science/ Computer Science & Engineering/ Computer 
Engineering / Information Technology/ Software Systems/ Cyber Security/ System Administration & Networking/ Computer Systems & 
Networking/ Data Analytics/ Artificial Intelligence), or(b) MCA with BCA/BSc (Computer Science/ Information Technology).


Indian Navy Jobs: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর জন্ম (উভয় তারিখ সহ) 02 জুলাই 1997 থেকে 01 জানুয়ারি 2003 এর মধ্যে হতে হবে।


Jobs in Indian Navy: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আবেদনকারীর ডিগ্রি কোর্সে প্রাপ্ত নম্বর দেখা হবে। সেই অনুযায়ী চাকরিপ্রার্থীদের পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য  নির্দিষ্ট দিনে ডাকবে কর্তৃপক্ষ।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ইন্ডিয়ান নেভির অফিশিয়াল ওয়েবসাইটে নজর দিতে হবে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।একবার অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে জমা হয়ে গেলে একটি প্রামাণ্য নথি স্ক্রিনে দেখতে পাবেন। ভবিষ্যতের জন্য এই প্রামাণ্য নথিটি ডাউনলোড করে প্রিন্টআউট বের করে রাখুন। 
official website of Indian Navy — https://www.joinindiannavy.gov.in  


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI