ভাস্কর মুখোপাধ্য়ায়, কলকাতা: তারাপীঠে (Tarapith Accident) পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। বিহারের ভাগলপুরের বাসিন্দা ওই দুই ব্যক্তি। এদিন ফেরার পথে বীরভূমে রামপুরহাটে মুনসুভা মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন। 


দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জন পুণ্য়ার্থীর। ঘটনাটি ঘটেছে বীরভূমে রামপুরহাটে মুনসুভা মোড়ে জাতীয় সড়কের উপর। মৃতদের নাম নীতীশ কুমার (৪০) এবং বিশাল মালাকার (৩৭)। বাড়ি বিহারের ভাগলপুরে। বুধবার সকালে তিনটি মোটরসাইকেলে ৫ জন বিহার থেকে তারাপীঠে পুজো দিতে আসেন। পুলিশ সূত্রে খবর, পুজো দিয়ে দুপুরে দিকে বাড়ি ফেরার পথে মুনসুভা পেট্রোল পাম্পে তেল ভরে তাঁরা। রাস্তা পার হতে যাওয়ার সময় একটি লরি এসে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। রামপুরহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।


এদিকে রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি। ১৮ বছরের দুই তরুণের মৃত্যু হল। ঘটনাস্থল নরেন্দ্রপুরের কালীবাজার। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে বাইক ছিটকে পড়েন দুই বন্ধু। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বিশাল মাহাতো ও কুষাণ মণ্ডল নরেন্দ্রপুরেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ এক বন্ধুর থেকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুই তরুণ। এরপরই মর্মান্তিক পরিণতি। 


এর আগে বীরভূমের দুবরাজপুরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু হয়। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। বাইকে দুবরাজপুর থেকে খয়রাশোলের পাইগড়ায় নিজের গ্রামে যাচ্ছিলেন সবজি ব্যবসায়ী হারাধন পাল। শাল নদী লাগোয়া গড়গড়া ঘাটের কাছে একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা মারে। অভিযোগ, বাইকে থেকে পড়ে যাওয়ার পর সবজি বিক্রেতাকে ছেঁচড়ে টেনে নিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সবজি ব্যবসায়ীর। দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ দেখান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dilip Ghosh: 'ওয়ার্ডের সর্বত্র বেড়াল ঘুরে বেড়াচ্ছে' রাজ্যের হাসপাতালের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ