কলকাতা: বর্ধমানের পর আসানসোল, টিএমসিপির বিক্ষোভে আরও এক উপাচার্য। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে উপাচার্যকে হেনস্থার অভিযোগ ওঠে। আতঙ্কে বাড়ি থেকেই কাজ কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) উপাচার্যের। হেনস্থার অভিযোগ অস্বীকার করে উপাচার্যর বিরুদ্ধে পাল্টা সরব টিএমসিপি। 


বিক্ষোভের মুখে আরও এক উপাচার্য: তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, ছাত্রদের ভর্তির টাকায়, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ এবং অস্থায়ী উপাচার্য বিভিন্ন আইনি লড়াই লড়ছেন। সেই টাকা ফেরত দেওয়ার দাবিতে, আগেই আন্দোলন শুরু করেছিল বিশ্ববিদ্য়ালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য়রা। সোমবার এই বিক্ষোভের মাত্রা চরমে পৌঁছয়। উপাচার্য অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাঁকে হেনস্থা করেছেন। তাঁর অভিযোগ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছে গিয়েছে যে তিনি আতঙ্কিত। তাই সোমবারের ঘটনা পর থেকে বাড়ি থেকেই কাজ করছেন তিনি। ২ দিন ধরে ক্যাম্পাসে যাননি উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। যদিও উপাচার্যের হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।  দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আতঙ্কিত। বিশ্ববিদ্যালয় যেতে ভয় পাচ্ছি। রাজ্যপালের  দফতরে নির্দেশে তাই ঘর থেকেই কাজ করছি। কিন্তু তাতেও অসুবিধা অনেক। আশা করছি, ২-৩দিনের মধ্যে আবার যেতে পারব বিশ্ববিদ্যালয়ে।'' তিনি বলেন, প্রশাসন যদি সুরক্ষা না দিতো তাহলে পঙ্গু হয়ে ঘরে ফিরতেন তিনি। 


সপ্তাহ তিনেক ধরে আসানসোলে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। এখনও তা থামার লক্ষণ নেই। সোমবার ক্ষোভের আঁচ বাড়ে, যখন বিশ্ববিদ্য়ালয়ে এসে উপস্থিত হন, অস্থায়ী উপাচার্য দেবাশিস, বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর অভিযোগ, তিনি আসতেই বিশ্ববিদ্য়ালয়ের প্রশাসনিক ভবনের বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকী তাঁকে ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য়দের একাংশের বিরুদ্ধে। সোমবার দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "ওঁরা আন্দোলন করতে করতে আমার চেয়ারে গিয়ে ধাক্কা মারে। আমি অপমানে বেরিয়ে আসি। ব্রাত্য় বসু যে কাজ দিয়েছিলেন আমি সেই কাজ করতে পারলাম না।''                      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Amit Shah On Wayanad Landslide: 'আগাম সতর্কতা সত্ত্বেও কেন স্থানীয়দের সরানো হয়নি?' কেরল সরকারকে নিশানা শাহর