ভাস্কর মুখোপাধ্যায়, তারাপীঠ : আজ ভোর থেকে তারাপীঠে দেবীর আবির্ভাব তিথি উৎসব শুরু হল। নির্ঘণ্ট অনুযায়ী, চতুর্দশী তিথিতে ভোরবেলায় প্রাচীন প্রথা মেনে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে দর্শনার্থীদের জন্য বিরাম মঞ্চে নিয়ে আসা হয়। ভোরে দেবীর স্নান পর্ব শেষে মঙ্গলারতি-সহ ফল মিষ্টি নিবেদন করা হয়েছে। পুজো শেষ করে দেবীকে দর্শনার্থীদের জন্য বিরাম মঞ্চের দরজা খুলে দেওয়া হয়। দেবীকে একমাত্র এই দিনেই দর্শনার্থীরা স্পর্শ করতে পারবেন। এই দিনে মা তারার প্রথম পুজো দেবীর কাছে নিবেদন করেন। এজন্য তারাকে রাজবেশ পরানো হয়। দুর্গাপুজোর পরে (After Durga Puja) শুক্লা চতুর্দশীকে দেবীর আর্বিভাব তিথি হিসাবে মানা হয়।

Continues below advertisement

কথিত আছে, এদিন মা তারার পুজো প্রচলন করেছিলেন জয়দত্ত সদাগর। এই তিথিতে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে নিয়ে আসা হয়। আরও কথিত আছে, পাল রাজত্বের সময় স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন জয়দত্ত সওদাগর। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এদিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন ৷ শ্বেত শিমূল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। শুক্লা চতুর্দশীর এই তিথিতেই সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন জয় দত্ত। 

তারাপীঠ কিন্তু সতীপীঠ ( Satipith )  নয়। শক্তিপীঠ। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি ৷ দেবীও নিরাশ করেননি ৷ মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারা মায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত। Tarapith Shaktipith News

Continues below advertisement

তারাপীঠ মাহাত্ম্য

তারাপীঠের আধ্যাত্মিক তাৎপর্যর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তারাপীঠ মহাশ্মশান। দ্বারকার ধারে যেখানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বামাক্ষ্যাপা। নানা সময় নানা কাহিনি আবর্তিত হয়েছে এই মহাশ্মশানকে ঘিরে। এখানেই রয়েছে তারামায়ের পাদপদ্ম। কথিত আছে, মহাশ্মশানের একটি শ্বেত শিমূল গাছের নীচেই আবিষ্কৃত হয় মা তারার শিলামূর্তি।  তারাপীঠ মন্দির ও তার তীর্থমাহাত্ম্য নিয়ে গড়ে উঠেছে একাধিক কিংবদন্তী। কথিত আছে, মহাঋষি বশিষ্ঠের দীর্ঘ তপস্যার পর, যে রূপে মা তারা তাঁকে দর্শন দিয়েছিলেন, দেবীর সেই রূপই প্রস্তরীভূত হয়। তারাপীঠে যুগের পর যুগ ধরে সেই রূপেই পূজিত হয়ে আসছেন মা তারা। Birbhum News Tarapith News