ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে বাড়ি থেকে অপহরণ করে নেড়া করে দেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।  বুধবার রাতের এই ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানা (Saithia Police Station) এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত তিন যুবক গ্রামছাড়া। আতঙ্কে গ্রামে ফিরতে পারছেন না গৃহবধূ। বাড়িতে রয়েছে অসুস্থ বাবা-মা এবং পাঁচ বছরের ছেলে।


নেড়া করে দেওয়ার অভিযোগ: ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই বধূ রেললাইনের পাশে দিয়ে সাঁইথিয়া গ্রামের এক যুবকের সঙ্গে হেঁটে যাচ্ছেন। সেই ভিডিওর সূত্র ধরে যুবকরা গৃহবধূকে বুধবার রাতে মারধর করে বলে অভিযোগ। চুলও কেটে দেয়। গৃহবধূ জানান, “আমার উপর অত্যাচারের সময় খুব চিৎকার করলেও প্রতিবেশীরা কেউ আসেননি। তিন যুবক রাজনীতি করে না। তবে গ্রামে দাদাগিরি করে। যখন যা চায় তাঁদের সেটা পৌঁছে দিতে হয়।” জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “মহিলার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে সাঁইথিয়া থানায়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দিয়েছি। অভিযুক্তরা এখন এলাকাছাড়া।”


ওই গৃহবধূ এলাকায় পরে থাকা প্লাস্টিক কুড়িয়ে জীবনযাপন করে। বাড়িতে ছেলে, মা আর অসুস্থ বাবা। তিনি জানান, “বেশ কিছুদিন ধরেই ওই তিন যুবক তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। তাতে সাড়া দিইনি। বুধবার দুপুরে ব্যাঙ্কে আসি। সেখানে কয়েকজন পরিচিতর সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে কথা বলি। সেই কথা বলার ছবি ভিডিও করে গ্রামে ছড়িয়ে আমাকে দুশ্চরিত্র অপবাদ দিতে চায় ওই তিন যুবক। সেই অভিযোগে বুধবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাথার চুল কেটে নেড়া করে দেয়।”


খোদ সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করার অভিযোগ। সন্ত্রস্ত সন্দেশখালিতে রাতারাতি বদলে গেল রাতপাহারার ছবিটা। ঝাঁটা, লাঠির পাশাপাশি রাত জেগে গ্রাম পাহারায় এবার মহিলারা হাতে তুলে নিয়েছেন শঙ্খ ও কাঁসর। ভাইরাল হয়েছে তার ভিডিও। বেড়মজুরের মহিলাদের একাংশের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বুধবার রাতে গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। তাঁদের দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পালা করে রাত জাগছেন তাঁরা। কেউ আক্রান্ত হলেই যাতে তার সঙ্কেত সবাইকে পৌঁছে দেওয়া যায়, সেজন্যই গ্রাম পাহারায় কাঁসর, ঘণ্টা আনা হয়েছে বলে মহিলাদের দাবি। তল্লাশির নামে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। ১৩ মে থেকে বেড়মজুর গ্রামে মহিলাদের একাংশের রাতপাহারা চলছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: TMC On Abhijit Ganguly: মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল