কলকাতা : প্রায় ফি-বছরই মে মাসে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় তাণ্ডব দেখায় ঘূর্ণিঝড় ( Cyclone )। কখনও আয়লা, কখনও আমফান, কখনও ইয়াস। তছনছ করে দিয়ে যায় গতিবেগ। এবারও কি প্রবল গতি বেগে বঙ্গে আছড়ে পড়বে রেমাল ( Remal )? বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই রেমাল নিয়ে চর্চা তুঙ্গে। কিন্তু আবহাওয়া দফতর কী জানাচ্ছে ? সত্যি সত্যিই কি রেমাল অতি শক্তিশালী ঝড় হবে ?
মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতার জন্য বিশেষজ্ঞরা, সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়াকেও অন্যতম কারণ বলে মনে করছেন।
এবার ২৩ মে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহ চিত্রে। যেহেতু আন্দামান সাগরে ১৯ মে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে, অতএব সেখান থেকে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নচাপ বলয় তার শক্তি বৃদ্ধি করতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কিছুই বলতে পারা যাচ্ছে না।
আবহাওয়া দফতরের মতে, উত্তর আন্দামান সাগরে ২৫ মে নাগাদ, এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরোও শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর - উত্তর পূর্ব দিকে এগোতে পারে। জলভাগের ওপর দিয়ে এগোতে থাকায় এটির শক্তিক্ষয় নয়, উল্টে শক্তি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। পরবর্তী সময়ে অর্থাৎ ২৮ মে এটি অতি গভীর নিম্নচাপ এবং ২৯ অথবা ৩০ মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে পুরোটাই এখন পূর্বাভাসের স্তরে। যেহেতু এখনও নিম্নচাপ তৈরিই হয়নি, তাই রেমাল আদৌ তৈরি হবে কি না, তা বলা যাচ্ছে না।
ঘূর্ণিঝড় তৈরি হলে এটির নামকরণ হবে রেমাল। তবে সর্বশেষ পর্যবেক্ষণে, এটি কতটা শক্তি বৃদ্ধি করে তার ওপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আগাম পূর্বাভাস দেয়নি দিল্লির মৌসম ভবন।
তবে আপাতত দিনকয়েক গরমের সঙ্গেই গেরস্থালী করতে হবে বঙ্গবাসীকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু'দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম।
চলতি সপ্তাহেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখন নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তির দাপট। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন :