এরশাদ আলম, বীরভূম: অভাবের সংসারে রোজগার নামমাত্র। টোটো চালিয়ে কোনও রকমে দিন চলে তাঁর। তা-ও প্রলোভনের হাতছানি এড়িয়ে নজির গড়লেন পেশায় টোটোচালকে (Toto Driver) এক যুবক। নিজের গরজে মালিককে খুঁজে বার করে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকাভর্তি মানিব্যাগ (Toto Driver returns Wallet) ফিরিয়ে দিলেন তিনি। অন্যের হারানো জিনিস ফিরিয়ে দেওয়া সমাজের দস্তুর হলেও, আজকাল এমন সততার চোখে পড়ে না বলে জানিয়েছেন এলাকাবাসী। ওই যুবককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।


বীরভূমের (Birbhum News) সাইঁথিয়ার অন্তর্গত বাগডাঙা এলাকার ঘটনা। সাঁইথিয়া স্টেশন থেকে যাত্রী নিয়ে ফেরার সময় গত বৃহস্পতিবার বাগডাঙা মোড়ে রাস্তায় পড়ে থাকা টাকা ভর্তি একটি মানিব্যাগ কুড়িয়ে পান মিলন শীল নামের ওই টোটোচালক। ব্যাগটি কুড়িয়ে পেয়ে প্রথমে বাগডাঙা মোড়ে একে একে অনেকের কাছে ব্যাগ হারিয়েছেন কি না জানতে চান তিনি। কিন্তু সদুত্তর পাননি। এর পর সতীর্থ চোটোচালকদের কাছেও কোনও যাত্রী মানিব্যাগ হারিয়েছেন কি না জানেত চান তিনি।


কোথাও সদুত্তর না মেলায় পুলিশকে বিষয়টি জানান তিনি। তার পর খোঁজ খবর নিয়ে জানা যায়, কুড়িয়ে পাওয়া মানিব্যাগটির মালিক আসলে ময়ূরেশ্বরের বহরা গ্রামের বাসিন্দা গোবিন্দ মাল। বাগডাঙা মোড় দিয়ে যাওয়ার সময় মানিব্যাগটি হারিয়ে ফেলেন তিনি। এর পর মানিব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করে সাঁইথিয়া থানার পুলিশ। থানায় এসে মানিব্যাগ ফেরত নিয়ে যেতে বলেন। সেই মতো থানা থেকে হারানো মানিব্যাগ সংগ্রহ করেন গোবিন্দ।


আরও পড়ুন: India- Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতী রুখতে বিশেষ ব্যবস্থা, একাধিক এলাকায় বসছে সিসি ক্যামেরা


হারানো মানিব্যাগ ফিরে পেয়ে মিলনের ভূয়সী প্রশংসা করেন গোবিন্দ। টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিতে যে গরজ দেখিয়েছেন মিলন, তার প্রশংসা করে সাঁইথিয়া থানার পুলিশও। তিনি সততার (Honesty) নজির গড়েছেন বলে জানানো হয় থানার তরফ থেকে। হাতে ফুলের তোড়া এবং শংসাপত্র তুলে দিয়ে টোটোচালক মিলনকে সম্মানিতও করা হয় সাঁইথিয়া থানার পক্ষ থেকে। করোনা কালে (COVID Pandemic) রোজগারপাতি বন্ধ হয়ে যাওয়ায় এক দিকে অপরাধমূলক কাজকর্ম যখন বেড়েছে, সেই সময় মিলনের এমন মনোভাব প্রশংসার দাবি রাখে বলে মত তাদের।


অভাবের বোঝা মাথায় নিয়ে সততার এমন নিদর্শন আগেও উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। গত বছর অগাস্টেই বনগাঁর বাটার মোড় এলাকায় ফেলে যাওয়া টাকাভর্তি ব্যাগ মালিকের হাতে তুলে দিয়ে নজির গড়েন এক টোটোচালক। টোটোয় ফেলে যাওয়া ওই ব্যাগে প্রায় ২০ হাজার টাকা ছিল। গোলপুরের গয়েশপুরের এক টোটোচালকও টাকাভর্তি ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়ে নজির গড়েছিলেন এক টোটোচালক। সে বার নগদ টাকার থোক ছাড়াও ওই ব্যাগে সোনার চেন, এটিএম কার্ড, ভোটার কার্ড ছিল।