রানাঘাট: উপনির্বাচনের (WB Assembly ByElection 2024) আগের রাতে রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় উত্তেজনা। অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর। ভাঙা হয়েছে জানলার কাচ, সিসি ক্যামেরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে।


বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর : ভোট-সন্ত্রাসের চেনা ছবি বিধানসভা উপনির্বাচনেও। অশান্তির হটস্পট রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙা। বিজেপি প্রার্থীর এজেন্ট-সহ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীদের দেওয়া সিসি ক্য়ামেরার ফুটেজে, গভীর রাতে মুখে কাপড় বাঁধা একদল দুষ্কৃতীকে হাতে লাঠি নিয়ে, বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালাতে দেখা গেছে। বিজেপি প্রার্থীর এজেন্টের ঘরের জানালার কাচ ভেঙে চুরমার। মেঝেয় ছড়িয়ে ভাঙা কাচের টুকরো। দুষ্কৃতীদের সিসি ক্যামেরা ভাঙার ছবিও ধরা পড়েছে ফুটেজে। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির কর্মী সমর্থকরা। চৌমাথায় নাকাচেকিং থাকা সত্ত্বেও ৩০-৩৫ জনের দুষ্কৃতীদল কীভাবে বাড়ি বাড়ি চড়াও হল, সেই প্রশ্ন তুলছেন তাঁরা। নির্বাচন কমিশনে সিসিটিভি ফুটেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থীর এজেন্ট। 


রানাঘাট দক্ষিণের লড়াই ত্রিমুখী। তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে আসা মুকুটমণি অধিকারীকে। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোজকুমার বিশ্বাস। সিপিএমের হয়ে লড়াইয়ে অরিন্দম বিশ্বাস। ২০২১-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন মুকুটমণি অধিকারী। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন তিনি। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রানাঘাট দক্ষিণে এগিয়ে বিজেপি। আর এই কেন্দ্র নিজেদের দখলে নিতে মরিয়া তৃণমূল। 


এদিন পায়রাডাঙার উকিলনাড়া অঞ্চলেও বিজেপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ বিজেপির নদিয়া দক্ষিণ বিধানসভা মণ্ডলের সহ সভাপতির বাড়িতে ভাঙচুর। ঘরের দরজা ভেঙে মারধরের অভিযোগ। বিজেপির নদিয়া দক্ষিণ বিধানসভা মণ্ডলের সহ সভাপতির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মুখ ঢেকে গতকাল রাতে হামলা চালায়। বুথে বসলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয় এক বাসিন্দার বাড়ি ও অটোতেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বিজেপির পঞ্চায়েত সদস্য গৌতম বিশ্বাসের বাড়িতেও দুষ্কৃতী 
হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Price Hike : বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?