ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন আগেই। রেললাইন ছিল রেল লাইনের জায়গাতেই। কিন্তু সেই রেললাইনই উধাও হয়ে যেতে লাগল। গোড়ায় চোখে পড়তে খটকা লেগেছিল বটে, কিন্তু সে ভাবে গা করেননি কেউ (Railway Track Theft)। কিন্তু লাগাতার রেললাইন উধাও হতে দেখে টনক নড়ে সকলের। তাতেই হদিশ মিলল পাচারচক্রের (Iron Smuggling)। লোহার পাত কেটে বেমালুম বিক্রি করে দেওয়া হচ্ছিল বলে জানা গেল (Birbhum News)। 


স্লিপারের উপর বসানো রেললাইন উধাও হয়ে যাচ্ছিল


বীরভূমের ঘটনায় হতভম্ব পুলিশ থেকে স্থানীয় বাসিন্দারা। অন্ডাল-পলাস্থলী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন আগেই। কিন্তু উপড়ে ফেলা হয়নি রেললাইন। এ যাবৎ তা বসানোই ছিল। কিন্তু মাঝে মধ্যেই স্লিপারের উপর বসানো রেললাইন উধাও হয়ে যেতে থাকে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসতেই সামনে এল নেপথ্য ঘটনা। জানা গেল, রেললাইন তুলে বিক্রি করে দিচ্ছিলেন পাচারকারীরা।


সময়ের সঙ্গে সঙ্গে কাঁকড়তলা গ্রাম থেকে পলাস্থলী পর্যন্ত লাইন উধাও হয়ে যায়। অভিযোগ কানে যেতেই নড়েচড়ে বসে পুলিশ। বিষয়টি নিয়ে তক্কে তক্কে ছিল পুলিশ এবং প্রশাসন। সেই মতো যৌথ অভিযান চালায় কাঁকড়তলা থানার পুলিশ এবং অন্ডাল আরপিএফ। তাতেই রেললাইনের ৩০টি কাটা অংশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া রেলাইনের লোহার পাতের ওজন প্রায় কয়েক টন।


আরও পড়ুন: Suvendu Adhikari: বীরভূমে ‘কেষ্টবাবু’কে খুঁজলেন শুভেন্দু, বললেন, পঞ্চায়েতে ‘নো ভোট টু মমতা’


এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ আলতাব, বয়স ২২ বছর এবং শেখ ইন্তাজ, বয়স ২৬ বছর। কাঁকড়তলা থানার অন্তর্গত কৈথি গ্রামের বাসিন্দা তাঁরা। দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। লোহা পাচারচক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা, অভিযোগ পুলিশের। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কৈথি গ্রামের কাছেই একটি ফাঁকা জায়গা থেকে রেললাইনের ৩০টি পাত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লোহার টুকরোও। ক্রেন দিয়ে সেগুলি তোলা হয়।


ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে


অন্ডাল রেলপুলিশ উদ্ধার হওয়া লোহার পাত এবং টুকরো বাজেয়াপ্ত  করেছে। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। বাকি সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কাঁকড়তলা থানার পুলিশ এবং আরপিএফ যৌথ তল্লাশি চালাচ্ছে।  কিন্তু গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় দুই যুবকই এই কাণ্ড ঘটিয়েছেন, বিশ্বাস করতে পারছেন না অনেকেই।