কোচবিহার: ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহের মুখে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী। দিনহাটায় পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঁশিয়ারি উদয়ন গুহর।
কী বললেন উদয়ন:
উদয়ন গুহ বলেন, 'জেতা তো দূরের কথা, একজন বিরোধী প্রার্থীও যেন দাঁড়াতে না পারে। যদি একজনও বিরোধী প্রার্থী দাঁড়ায়, তার জন্য দায়ী হবেন প্রধান, অঞ্চল সভাপতিরা।'
সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, 'এটা অপরাধীদের কথা। এবার অপরাধীদের জেনে রাখা উচিত, এটা ২০১৮ সাল না, ২০২৩। এবার রাজ্যের মানুষ এদের হঠানোর জন্য কোমর বাঁধছে। সব বিরোধী দল এই দুবৃত্তদের সরানোর জন্য লড়াই করছে। চেষ্টা হচ্ছে রাজ্যজুড়ে।'
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল কংগ্রেসের এটাই তো কর্মসূচি। তৃণমূলের কর্মসূচিকে বাস্তবে রূপায়ন করার জন্য উনি এই চেষ্টাই চালাচ্ছেন। সেটাই তো স্বাভাবিক। উনি তো পিতৃদেবকেও আক্রমণ করেছে। যে যত বড় হুঙ্কার দিচ্ছেন, জেনে রাখবেন গভীর রাতে দিল্লিতে তাঁর ততবেশি ফোন যায়।'
আরও পড়ুন: অভিষেকের নির্দেশের পরেই তোড়জোড়, প্রধানমন্ত্রীকে চিঠি ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের