বীরভূম: রামপুরহাটকাণ্ডে গ্রেফতার আরও ১ (1 Arrested)। রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence) এবার নিহত তৃণমূল (TMC) উপপ্রধান ভাদু শেখের শ্যালককে গ্রেফতার করল পুলিশ । পুলিশের দাবি, ধৃত রাজেশ শেখ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত । ভাদু শেখ খুনের পর, তাঁর শ্যালক রাজেশ কোথায় ছিলেন, তাঁর ভূমিকা কী ছিল, সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছেন সিটের তদন্তকারীরা । গতকাল গ্রেফতার হন রামপুরহাট (Rampurhat) ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনও । এর আগে রামপুরহাট হত্যাকাণ্ডে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ । 


সিবিআই তদন্ত: উল্লেখ্য, রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তে (CBI) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta) । রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে (CBI) রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। রামপুরহাটকাণ্ডে বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ, জানাল কলকাতা হাইকোর্ট ।


স্বজনহারা মিহিলাল শেখের প্রতিক্রিয়া: চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) আশ্বাস, না হলে সিবিআই তদন্ত। মুখ্যমন্ত্রী এসে ভরসা জুগিয়েছেন । তাই সিটের তদন্তে আস্থা আছে। হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে জানি না । রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টের (Kolkata Highcourt) সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া স্বজনহারা মিহিলাল শেখের । 


আরও পড়ুন: Rampurhat Investigation: 'পশ্চিমবঙ্গ আর থাকার মতো নেই' রামপুরহাট কাণ্ড নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় কান্না রূপার


আদালতে আনারুল হোসেন: রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আজ আদালতে তোলা হবে । তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । পুলিশ সূত্রে খবর, গতকাল থেকে আনারুলকে দফায় দফায় জেরা করা হয়। খতিয়ে দেখা হচ্ছে মোবাইল ফোনের কললিস্ট । ঘটনার দিন আনারুলের সঙ্গে কাদের কথা হয়েছিল, আনারুলকে কেউ কোনও নির্দেশ দিয়েছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর ।