নয়াদিল্লি: একসঙ্গে শ্যুটিং শুরু করলেন তিন বলিউড স্টারকিড (Bollywood Starkid)। শাহরুখ খানের কন্যা সুহানা খান (Shah Rukh Khan daughter Suhana Khan), শ্রীদেবী-বনি কপূরের ছোট মেয়ে খুশি কপূর (Khushi Kapoor) ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা (Agastya Nanda) শুরু করলেন 'আর্চি কমিক্স'-এর (Archie Comics) ফিল্ম অ্যাডাপটেশনের শ্যুটিং। সেট থেকে ভাইরাল হল একাধিক ছবি।
দেশি 'আর্চিস'
বলিউডে ডেবিউ করতে চলেছেন এই তিন তারকা সন্তান। খবর মিলেছিল আগেই। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জোয়া আখতারের পরিচালনায় তৈরি মিউজিক্যালে দেখা যাবে তাঁদের। সেই সেটের থেকে বেশ কিছু ছবি এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
সৌজন্য: মানব মঙ্গলানি
ছবি দেখে তাঁদের চরিত্রের আন্দাজ করতে বিশেষ অসুবিধে হচ্ছে না। খুশি কপূরের লুক দেখে মনে করা হচ্ছে তাঁকে 'আর্চি কমিক্স'-এর বেট্টির চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মনে করা হচ্ছে সুহানাকে দেখা যাবে ভেরোনিকার চরিত্রে। অগস্ত্যার দিদি নভ্যা নন্দাকেও সেটে দেখা যায়। ১৯৬০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি, আগামী ছবিটি একটি লাইভ-অ্যাকশন মিউজিক্যাল সেট হবে। নতুন প্রজন্মের ভারতীয় দর্শকের পরিচয় হবে রিভারডেলের সঙ্গে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জোয়া আখতারের সংস্থা 'টাইগার বেবি ফিল্মস', সঙ্গে 'গ্রাফিক ইন্ডিয়া'।
ছবির ঘোষণা
গত নভেম্বরে, জোয়া এই জনপ্রিয় তারকা সন্তানদের নিয়ে তাঁর নতুন প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, 'দ্য আর্চিসকে জীবন্ত করার সুযোগ পেয়ে আমি খুব উত্তেজিত। এটি আমার শৈশব এবং কিশোর বয়সের একটি বড় অংশ জুড়ে ছিল। চরিত্রগুলি আইকনিক এবং বিশ্বব্যাপী প্রিয়, ফলে আমি কিছুটা নার্ভাসও।'
মার্কিনি টিন ড্রামা 'রিভারডেল'-এর থেকে এই নতুন ভার্সনটিতে 'দেশি' ছোঁয়া আলাদা করবে।