শিলিগুড়ি:  রাজ্যের থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে রামপুরহাটকাণ্ডের তদন্তভার তুলে দিয়েছে হাইকোর্ট। তা নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী শিবির। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। তা নিয়ে এ বার বিরোধীদের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রামপুরহাটে (Rampurhat Fire) গুলি এবং অগ্নিসংযোগ, দুই ক্ষেত্রেই তৃণমূলের নেতা-কর্মীরা খুন হয়েছে। তাই এ নিয়ে তাঁকে অযথা আক্রমণ করা হচ্ছে বলে মত মমতার।


রবিবার শিলিগুড়ির সভা থেকে রাজ্য সরকারে বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন মমতা। সেখানেই বগটুইয়ের ঘটনার কথা উঠে আসে তাঁর মুখে। বলেন, "একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে। খুন হল তৃণমূল, আগুন লাগল তৃণমূলের ঘরেই, আমার আমাকেই গালাগালি দিচ্ছে।"


বগটুইয়ে পুলিশের ভুল ছিল


বগটুইয়ের ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বগটুইয়ে পা রেখে মমতাও স্থানীয় আইসি এবং এসডিপিও-র সমালোচনা করেন। ঢিল ছোড়া দূরত্বে দু'টি ভয়াবহ ঘটনা পর পর কী ভাবে ঘটে গেল, পুলিশ কেন সময় মতো পৌঁছল না, আগেই প্রশ্ন তুলেছিলেন মমতা। এ দিন তিনি বলেন, "পুলিশের ভুল ছিল প্রথমে। আমরা অ্যাকশন নিয়েছি, ওসি, এসডিপিওকে সরিয়েছি, গ্রেফতার করেছি, তৃণমূল নেতাকেও গ্রেফতার করেছি।"


আরও পড়ুন: Birbhum Violence: তৃণমূল নেতা আনারুল হোসেনকে আনা হল সিবিআই - এর অস্থায়ী অফিসে


বগটুইয়ে পীড়িতদের হাতে চেক তুলে দেওয়া নিয়েও মমতাকে কটাক্ষ করে চলেছেন বিরোধীরা। মমতার কথায়, "সবাইকে সাহায্য করা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম কী চাই।  ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।  ৫ লক্ষ টাকা করে পরিবারকেও দিয়েছি। হাসপাতালে ভর্তি মহিলাকে ১ লক্ষ , আরও ৩ জনকে ৫০ হাজার টাকা দিয়েছি।"


বিরোধীদের ভূমিকার সমালোচনা মমতার


গোটা ঘটনায় বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, "সিপিএম, কংগ্রেস, বিজেপি তোফা হয়ে সোফায় বসে থাকব।  উন্নাওতে একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল। কী বিচার হয়েছে? হাথরসে কী বিচার হল?  অসমে এনপিআর নিয়ে কত লোকের মৃত্যু হল? দিল্লিতে কত লোক মারা গেল? বডিগুলো কোথায় গেল, একবারও কেউ বিচার পেয়েছেন?" 


বগটুইয়ে ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে শুরু থেকেই দাবি করছেন মমতা। এ দিনও নিজের দাবিতেই অনড় থেকেছেন। মমতা বলেন, "সিবিআই কাজটা করুক, আমাদের সহযোগিতা থাকবে।  কিন্তু অন্য কাজ করতে যদি যায়, তাহলে আমরা আন্দোলনে নামব।  নোবেল সিবিআইকে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে আজ পর়্যন্ত বিচার হয়নি। তাপসী মালিককে- আজ পর্যন্ত বিচার হয়নি। নেতাই - আজ পর্যন্ত বিচার হয়নি। "