ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : কখনও টিকটিকি, কখনও আরশোলা, কখনও বড় পোকা এমনকি খাবারে মরা সাপ থাকারও অভিযোগ আগেও উঠেছে। এবার উঠল খাবারে জোঁক থাকার অভিযোগ ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Centre) খাবার ঘিরে বিতর্ক যেন থামছেই না ! রামপুরহাট ১নং ব্লকের দাদপুর উত্তর অঙ্গনওয়ারী কেন্দ্রে যে অভিযোগ ঘিরে বাধল ধুন্ধুমার। অভিযোগ, অন্তঃস্বত্ত্বাদের জন্য বরাদ্দ খাবার নিয়ে বাড়ি নিয়ে গিয়ে খাওয়ার সময় দেখা যায় তাকে জোঁক (Leach) ! কয়েক চামচ খিচুড়ি খাওয়ার পর জোঁকটি দেখতে পাওয়া যায় বলেই অভিযোগ। যা দেখার পর থেকেই মহিলাটি বমি করে অসুস্থ হয়ে পড়েছেন বলেই তাঁর পরিবারের তরফে অভিযোগ। 


এখানেই শেষ নয়, অভিযোগ করা হয়, খাবারে জোঁক থাকার কথা পরিবারের সদস্যদের নিয়ে জানাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।  যারপর সেখানে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে এসে রামপুরহাট ১ ব্লকের সি ডি পিও সায়ন্তন জানা বলেছেন, 'গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ এসেছে, তদন্ত করে দেখা হবে। যদি সত্যিই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।'


খাবারে জোঁক থাকার অভিযোগ অবশ্য রাঁধুনি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা অস্বীকার করেছেন। রাঁধুনির পাল্টা দাবি, খাবারে জোঁক ওভাবে থাকতেই পারে না। হয়তো জামাকাপড়ে ছিল, সেটা পরে খাবারে পরে গেছে। নাহলে সাত-আট কেজি চালের খিচুড়ি রান্না হচ্ছে, সব গলে যাচ্ছে আর জোঁকটা একইরকমভাবে থেকে গেল কীভাবে ? যদিও এদিনের খিচুড়িতে শুধু জোঁক থাকার অভিযোগই নয়, অন্য দিনগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে খাবার দেওয়া হয়, তার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। খিচুড়িতে আসলে জল ভেসে বেড়ায় বলেই ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।


এর আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে। কখনও টিকটিকি, কখনও আরশোলা, কখনও বড় পোকা এমনকি খাবারে মরা সাপ থাকারও অভিযোগ আগেও উঠেছে। পূর্ব বর্ধমানের জামালপুরের পর বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রায় ৭০ জন শিশু ও ২৫ জন প্রসূতিকে বিলি করা খিচুড়িতে মরা সাপ পড়েছিল। অভিযোগ উঠেছিল, সেই খাবার দিতে গিয়ে এক শিশুর মা দেখতে পান, খিচুড়ির মধ্যে সাপ রয়েছে। 


আরও পড়ুন- উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial