মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2023) আগে বোর্ডের হুঁশিয়ারি বিরাট কোহলিকে (Virat Kohli)। ইয়ো ইয়ো টেস্টের (Yo Yo Test) ফলাফল জনসমক্ষে এনেছিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন। যা কোনওভাবেই ভালভাবে নেয়নি বিসিসিআই (BCCI)। এই বিষয়ে গোপন তথ্য ফাঁস করার জন্য প্রাক্তন ভারত অধিনায়ককে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, ''কোনও গোপন তথ্য সমাজমাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিক ভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের।'' এই বিষয়ে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিরাটকে, যাতে এরপর তথ্য নিজের সোশ্য়াল সাইটে না দেন কোহলি।
উল্লেখ্য, গতকাল ভারতীয় ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট হয়। সোশ্যাল মিডিয়ায় কোহলি নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ''ভয়াবহ ইয়ো ইয়ো টেস্ট সম্পূর্ণ করার খুশি। ১৭.২ করে ফেলেছি।' এমনিই বিরাট কোহলিকে মতান্তরে বিশ্বের সবথেকে ফিট ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। এই ইয়ো ইয়ো টেস্ট পাশ করে তিনি আবারও নিজের ফিটনেস প্রমাণ করে দিলেন। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।
বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ বড় টুর্নামেন্ট তাই নিঃসন্দেহে এই টুর্নামেন্টে ভাল করার জন্য বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির রেকর্ডও এশিয়া কাপে নজরকাড়া। এবার দেখার রোহিত, বিরাটরা এশিয়া কাপ খেতাব জিততে পারে কি না। গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বেঙ্গালুরুতে ৬ দিন অনুশীলন সারবেন তাঁরা। এরপরই এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় উড়ে যাবেন রোহিত, বিরাটরা। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচ ভারতের। পাকিস্তানে প্রথম তিনটি ম্যাচ হওয়ার পর গ্রুপের বাকি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সুপার ফোরের একটি ম্যাচ পাকিস্তানে হবে। বাকি সব ম্যাচ দ্বীপরাষ্ট্রে। ফাইনালও হবে শ্রীলঙ্কায়।
আগামী ৩০ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে নেপালের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। পাকিস্তান তাদের দ্বিতীয় ম্য়াচে ভারতের বিরুদ্ধে খেলবে। ভারত তাদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।