ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় হাত ও পা উড়ে গেল দু'জনের। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। লরি থেকে নামানোর সময় অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। জখম দু'জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। (Rampurhat Oxygen Cylinder Blast)
বুধবার সকালে বীরভূমের রামপুরহাটে এই ঘটনা ঘটে। ১৪ নং জাতীয় সড়কের পাশে রামপুরহাট পৌরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ডে লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানো হচ্ছিল। সেই সময়ই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। অক্সিজেন সিলিন্ডার নামানোর কাজে যুক্ত ছিলেন যে দু'জন, বিস্ফোরণের তীব্রতায় তাঁদের হাত ও পা উড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। (Birbhum News)
জখম দুই ব্যক্তিকে আবু তালেব ও উজির হোসেন বলে শনাক্ত করা গিয়েছে। জানা গিয়েছে, লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিপত্তি ঘটে। একটি অক্সিজেন সিলিন্ডার পড়ে যায় উপর থেকে। আর তাতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে তাঁরা দু'জন থাকায়, তাঁদেরই ক্ষতি হয়। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, ওই দু'জনের হাত ও পা প্রায় ৫০ ফুট দূরে ছিটকে যায় বলে দাবি স্থানীয়দের।
বিস্ফোরণের শব্দ শুনে চারপাশের মানুষজন ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দু'জনকে হাসপাতালে ভর্তি করেন তাঁরা। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
সবিস্তার আসছে