ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : উদ্দেশ্য ছিল, ভিন রাজ্য থেকে এসে আত্মীয়ার স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Sathi Card) দেখিয়ে অস্ত্রোপচার করিয়ে নেবেন। তার জন্য নাম ভাঁড়িয়ে ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে। কিন্তু আধার কার্ড পরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে গেলেন ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা রোগিণী। তদন্ত করছে সিউড়ি থানা (Siuri Police Station)।


ঠিক কী হয়েছে


ভিন রাজ্য থেকে এসে নাম ভাঁড়িয়ে ভর্তি হয়েছিলেন বীরভূমের সিউড়ির নার্সিংহোমে। জমা দিয়েছিলেন, এক আত্মীয়ার স্বাস্থ্যসাথী কার্ড! পরিচয়পত্র হিসেবে জমা দিয়েছিলেন আর এক আত্মীয়ার আধার কার্ড! কিন্তু শেষ রক্ষা হল না। অস্ত্রোপচারের আগেই ফাঁস হয়ে গেল জালিয়াতি। বীরভূমের সিউড়ির আনন্দময়ী নার্সিংহোমে শোরগোল।


নার্সিংহোম সূত্রের খবর, শনিবার পায়ের অস্ত্রোপচার করানোর জন্য রেজিনা বিবি পরিচয় দিয়ে ভর্তি হন এক মহিলা। মহম্মদ বাজারের বাসিন্দা রেজিনা বিবির স্বাস্থ্য সাথী কার্ড জমা দেন তিনি। কিন্তু পরিচয়পত্র হিসাবে জমা দেন আরেক আত্মীয় সিউড়ির বাসিন্দা অজিফা বিবির আধারকার্ড! নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, বিষয়টি নজরে আসার পর রোগিণীকে চেপে ধরলে সামনে আসে আসল তথ্য। মহিলার নাম গুড্ডি বিবি। তিনি ঝাড়খণ্ডের রানিশ্বরের বাসিন্দা।


নার্সিংহোমের এক আধিকারিক জানান, যখন আমরা খতিয়ে দেখে জানতে পারি যিনি ভর্তি হয়েছেন এবং যার আধার কার্ড জমা করা হয়েছে তারা দুজনেই আলাদা মহিলা, তখনই স্বাস্থ্য সাথী কার্ডে অস্ত্রোপ্রচার বন্ধ রাখি। এরপর নগদ টাকা দিয়ে তার অস্ত্রোপচার হয়।


অভিযোগ দায়ের


আধার কার্ডের প্রকৃত মালিক, গুড্ডি বিবির বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করান। এদিকে, অভিযোগকারিণী অজিফা বিবি বলেছেন, 'আমার বাড়ি থেকে আমাকে ভুল বুঝিয়ে আমার আধার কার্ড নিয়ে যাওয়া হয়েছিল এবং যখন আমি জানতে পারি আমার আধার কার্ড নিয়ে ওই রোগিনী নাম ভাঁড়িয়ে ভর্তি হয়েছেন এরপরই আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়।'


অভিযুক্ত রোগিণী ভর্তি রয়েছেন নার্সিংহোমে। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে সিউড়ি থানা।


এদিকে, গত মাসে স্বাস্থ্য দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করালেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই সব অস্ত্রোপচার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে করালে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে না।


আরও পড়ুন- বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা