বিটন চক্রবর্তী, কাঁথি: বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির (Contai) আইনজীবী আবু সোহেল।


কী অভিযোগ? 


নন্দকুমার ও আসানসোলে কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিরোধী দলনেতা বিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়েরের নেপথ্যে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর।                                                                


উল্লেখ্য, এর আগে পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায়, শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠিয়েছিল তমলুক থানা। কবে, কোথায়, কখন, জিজ্ঞাসাবাদ করা হবে, তা জানতে চাওয়া হল বিরোধী দলনেতার কাছে। এই মামলাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ছিলেন শুভেন্দু। 


আরও পড়ুন, ‘অকারণে হেনস্থা, সম্মানহানি, গণতন্ত্রকে রক্ষা করুন’, প্রধান বিচারপতির সামনে বললেন মমতা


২০২১ সালে, পুলিশকে হুমকি সংক্রান্ত একটি মামলায় শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠিয়েছিল তমলুক থানা। নোটিসে, শুভেন্দু অধিকারীকে তাঁর পছন্দমতো জায়গা ও সময় জানাতে বলা হয়েছিল। সেইমতো, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এমনটাই জানান হয়। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছিলেন, "এমন কাজ করবেন না কাশ্মীরে গিয়ে ডিউটি করতে হয়। NHRC রিপোর্টে অনেক আই সি, এস আই য়ের নাম আছে। সেই রিপোর্টে আইনের শাসন নেই, আছে শাসকের আইন। "                                                              


শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে, মামলা রুজু করে তদন্ত শুরু করে, তমলুক থানার পুলিশ। শুভেন্দু অধিকারী, ছাড়াও বিজেপির চার বিধায়ক ও একাধিক বিজেপি নেতা, কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জন বিজেপি নেতা, কর্মীকে নোটিস দেওয়া হয়েছিল।