ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : শক্তিপীঠ তারাপীঠ। বীরভূমের এই শক্তিপীঠে প্রতি দিন হাজার হাজার ভক্ত সমাগম হয়। কেউ আসেন নিজের মনের বাসনা জানাতে, কেউ বা আসেন ইচ্ছেপূরণের আনন্দে। বছরে বিশেষ বিশেষ তিথিতে তারাপীঠে ভিড় বেশি হলেও, সারা বছরই তারাপীঠে ভক্ত সমাগম হয়। এবার তারা মায়ের দর্শনের নিয়মেই আনা হল বদল। বেঁধে দেওয়া হল নির্দিষ্ট সময়। নির্দিষ্ট করা হল মন্দির বন্ধ থাকার সময়ও। পৌষমাস শুরু হয়ে গিয়েছে। এই সময় মা তারাকে পুজো দেওয়ার ইচ্ছে থাকে অনেকেরই। তাই এই মাসটা তারাপীঠে বেশিই ভিড় হয়।
অনেকের অভিযোগ, তারাপীঠ মন্দিরে দর্শনের ক্ষেত্রে অনেক সময় নিয়ম মানা হত না। সাধারণ লাইনের পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছিল। বিশেষ লাইন যেত তরতরিয়ে এগিয়ে। নির্দিষ্ট সময় মানার ক্ষেত্রেও শিথিলতা চোখে পড়ছিল। এই পরিস্থিতি সামাল দিতে রবিবার মন্দির কমিটির সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। তারপরই নতুন নিয়ম স্থির হয়। যা মানা হচ্ছে পয়লা পৌষ থেকেই।
মন্দিরের সেবায়েতদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের তারাপীঠে দেবী দর্শন করতে গেলে নির্দিষ্ট সময় মেনে চলতে হবে । এবার থেকে দুটি লাইনে করা যাবে দেবী দর্শন। একটি হবে সাধারণের জন্য লাইন । অপরটি হবে বিশেষ লাইন। প্রথম এক ঘণ্টায় সাধারণ লাইনে দাড়িয়ে থাকা পুণ্যার্থীদের ঢুকতে দেওয়া হবে। আর কেউ যদি বিশেষ লাইনে পুজো দিতে চান, তাহলে মন্দির কমিটির অফিস থেকে কুপন সংগ্রহ করতে হবে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, পুজো দেওয়ার ক্ষেত্রেো দু'টি লাইন রাখতে হবে। তার মধ্যে জেনারেল লাইন হবে। এক ঘণ্টা আগে চালু করতে হবে। তারপর বিশেষ লাইন চালু করা হবে। ভোর ৫.৩০ মিনিটে মন্দির খুলে যাবে। দুপুরে ভোগ নিবেদনের জন্য দেড় ঘণ্টা মন্দির বন্ধ থাকবে দুপুর ১২টায় । বিকেল ৫টা-৬.৩০টার মধ্যে শীতলভোগ নিবেদন করা হবে। গর্ভগৃহের ভিতরে গোলাপজল-আলতা নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল নিয়ে মন্দির চত্বরে ঢোকা যাবে না। সিকিউরিটি অফিসে মোবাইল জমা রাখতে হবে।
আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব হয়। কথিত আছে, পাল রাজত্বের সময় জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত। তাই সিদ্ধপীঠে মায়ের কাছে মনের কথা জানানোর অভিলাষ থাকে অনেকেরই। তবে এবার থেকে এই নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।
আরও পড়ুন :
শক্তিপীঠ তারাপীঠ নিয়ে এই ১০টি তথ্য