শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কখনও কলকাতা দখলের হুমকি, কখনও আবার ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিকে কব্জায় আনার হুঙ্কার। বাংলাদেশ থেকে সাম্প্রতিক কালে এমন তর্জন-গর্জন ভেসে আসছে বারবার। কার ভরসায় এত বড় বড় হুমকি দিচ্ছে বাংলাদেশের উগ্রবাদী নেতারা ? স্বাভাবিক ভাবেই প্রশ্নটা উঠে আসছিলই। তবে কি নেপথ্যে পাক-মদত? ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশেরে নতুন সখ্য গড়ে উঠছে, তার ইঙ্গিতও  মিলেছে বিএনপি-র নেতা ও প্রাক্তন সেনা আধিকারিকদের মন্তব্যে। মঙ্গলবারের একটি ঘটনা সেই আশঙ্কাকেই আরও প্রকট করল। তলায় তলায় কি পাকিস্তানের থেকে অস্ত্র-সাহায্য নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশ ? 


মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি মর্টার শেল। আর তা ঘিরেই ছড়িয়েছে উত্তেজনা। এদিন  দিনহাটার চৌধুরীহাট এলাকায় এক কৃষক তাঁর জমি খোঁড়ার সময় দেখেন, মাটির নিচে শেল পোঁতা রয়েছে। সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর 
পাঠানো হয় BSF-কে। তারাই মর্টার শেল হেফাজতে নিয়েছে। সীমান্ত এলাকায় ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডে। এখন এই শেল কি সত্যিই পাকিস্তানে তৈরি ? তাহলে সীমান্তে কে রেখে গেল সেটা ? খতিয়ে দেখছেন গোয়েন্দারা।  


যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, পালাবদলের বাংলাদেশে এবার সেই শত্রু রাষ্ট্রকেই মিত্র বলে স্বীকৃতি দিচ্ছেন প্রাক্তন সেনাধিকারিকরা , এমনকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিনও ! এ মাসের শুরুতেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রায় ঘণ্টাখানেক এই বৈঠক চলে। তবে এটা নতুন কিছু নয়,  BNP ও জামাত বরাবরই পাকিস্তানের ঘনিষ্ঠ। শুধু তাই নয়, পাকিস্তানের নাগরিকদের ভিসা পাওয়া সহজ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এতদিন পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশের ভিসা পেতে আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের Security Services Division থেকে No Objection সার্টিফিকেট পেতে হত। কিন্তু ইউনূস সরকার  সেই শর্ত তুলে দিয়ে পাকিস্তানিদের বাংলাদেশের আগমনের পথ প্রশস্ত করে দিয়েছে। শুধু বাংলাদেশিরাই নয়, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত দিয়ে সেখানকার কট্টরপন্থী নেতা হুঙ্কার দিয়ে বলেছে, 'এই পাকিস্তানের যে পারমাণবিক বোমা আছে, সেটাও তোমাদের। আসুক কেউ, কারও যদি সাহস থাকে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার, তার চোখ তুলে নেব।' এবার ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানে তৈরি মর্টার শেল উদ্ধার হওয়া কি সেই পাক-বাংলাদেশ ঘনিষ্ঠতারই ইঙ্গিত দিচ্ছে ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।