ভাস্কর মুখোপাধ্যায়, লাভপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এক দলের অপর দলকে নিশানা করে চলছে বাক্যবাণ। নাম না করে বিজেপিকে এবার তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা (TMC Leader) কাজল শেখ (Kajal Seikh)। তিনি মঙ্গলবার লাভপুরে দলের একটি সভা থেকে বলেন, যেভাবে আমরা হার্মাদদের তাড়িয়ে ছিলাম, সেই ভাবে লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করুন। এরা বাংলাকে বঞ্চিত করেছে, খুনোখুনির রাজনীতি করতে চাইছে।
প্রসঙ্গত, জগদীশ বাসুনিয়া, অর্জুন সিংহর পর কাজল শেখ। সম্প্রতি দলের সংগঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। 'কারা দলে থেকে গদ্দারি করছেন, সেটা জানি। কেউ কেউ বিরোধীদের থেকে টাকা নিয়ে মতলব আঁটছেন। লাভ হবে না, পঞ্চায়েত ভোটে তৃণমূলই সব আসন পাবে। বিরোধীরা নোটার থেকেও কম ভোট পাবে। কী ভাবে ভোট করতে হয় জানা আছে', কঙ্কালীতলার সভা থেকে মন্তব্য করেন বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ।
এর আগেও বিস্ফোরক মন্তব্য করেছেন কাজল শেখ। সম্প্রতি অনুব্রত প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন তিনি। 'সংগঠনের কোনও পরিবর্তন হবে না। বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।' দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া কাজল শেখের।
দিনকয়েক আগেও বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'দলটা এখন লুটেপুটে খাওয়ার জায়গা হয়ে গিয়েছে। দলের শীর্ষস্থানে বসে লুটেপুটে খাওয়া আমি বরদাস্ত করব না। যারা ভাবছে ঠিকাদারি করে, অজয়ের বালি চুরি করে খাবে, কাজল শেখ তা হতে দেবে না। তোমরা সরে যাও, আমাকে যেন সরাতে না হয়।'
দলটা এখন লুটেপুটে খাওয়ার জায়গা হয়ে গিয়েছে। এবার দাদা, দিদিদের ধরে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না। কর্মী, সমর্থকদের রীতিমতো হুঁশিয়ারি দেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। সত্য বলার জন্য তৃণমূল নেতাকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষ করে বিজেপি (BJP)।
আরও পড়ুন ; 'কী ভাবে ভোট করতে হয় জানা আছে', বিস্ফোরক কাজল শেখ