বীরভূম: সামনেই পঞ্চায়েত ভোট। জেলায় নেই অনুব্রত। তার মধ্যেই তৃণমূল নেতাদের গলায় শোনা যাচ্ছে হুঙ্কার-হুঁশিয়ারি। ফের শিরোনামে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। বিরোধীদের নিশানা করে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার।


কী বলেছেন কাজল শেখ:
কাজল শেখ বলেন, 'মনে হয় বদলা নিই, মাঝমাঠে দাঁড় করিয়ে গুলি করে মারি। যারা আমাদের বাবা, দাদাদের মেরেছে, মনে হয় বদলা নিই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয়, বদল চাই, তাই করিনি। মমতা বলেছেন, তাই বদলার চিন্তা মাথায় আনি না।' কার্যত হুমকি সুর তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের কথায়।


সিপিএমের কায়দায় খুনের রাজনীতি, কটাক্ষ বীরভূম বিজেপি নেতৃত্বের।


এর আগে বারবার বিভিন্ন বক্তব্য রাখার কারণেই শিরোনামে এসেছিল কাজলের নাম। দলের সংগঠন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাজল শেখ। তিনি বলেছিলেন, 'কারা দলে থেকে গদ্দারি করছে, সেটা জানি। কেউ কেউ বিরোধীদের থেকে টাকা নিয়ে মতলব আঁটছেন। লাভ হবে না, পঞ্চায়েত ভোটে তৃণমূলই সব আসন পাবে। বিরোধীরা নোটার থেকেও কম ভোট পাবে। কী ভাবে ভোট করতে হয় জানা আছে।' তার আগে অনুব্রত মণ্ডলকে নিয়েও মুখ খুলেছিলেন তিনি। কাজল বলেছিলেন, 'সংগঠনের কোনও পরিবর্তন হবে না। বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।' 


সম্প্রতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের অনুগামী এক তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ উঠেছিল। নানুরে দলের পার্টি অফিসের মধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ ওঠে কোর কমিটির সদস্য কাজল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার কাজল শেখ, নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কু চৌধুরী। তিনি বলেছিলেন, 'থানায় অভিযোগ করেছি। নিরাপত্তার অভাব বোধ করছি। দুবার আমার ওপর হামলা হয়েছে। প্রাণে মেরে ফেলার চেষ্টা। ব্লক সভাপতি ও কাজল শেখ এর নেপথ্যে। অনুব্রতর খাস লোক হওয়ায় ঢুকতে দিচ্ছে না।'


এর আগে বীরভূমে গোষ্ঠীকোন্দল কমাতে বারবার বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তাঁর বার্তার পরেও বারবার সামনে আসছে দ্বন্দ্বের ছবি। কখনও করা হচ্ছে বিতর্কিত মন্তব্য।


আরও পড়ুন: সমবায় নির্বাচনে পর্যুদস্ত তৃণমূল! ৯-০ তে জয়ী বিরোধী মঞ্চ