বীরভূম: ফের বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত (Didir Doot) বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। এবার মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ।                                           

  


শতাব্দী রায় বলেন, "এসব যা বলছে ওদের বলতে দাও। আজন্ম যা শিখে এসেছে তাই বলে চলেছে। বলতে দাও। আমি এখানে এসেছি কী কী কাজ হয়নি তা জানতে। জানলাম কী কী পায়নি। সেগুলি যথাসাধ্য চেষ্টা করে আগামী দিনে করা হবে। আর এরা যে এসব বলছেন ওপরে ফ্ল্যাগটা নড়ছিল সেটা দেখেছেন আপনারা? এখানে ওখানে বিজেপির ফ্ল্যাগ উড়ছে। তাঁর নিচে দাঁড়িয়ে যারা কথা বলছে, এর ফলেই সুর অন্য।" 


জেলায় জেলায় 'দিদির দূত'দের নিয়ে বিক্ষোভ- 


এবার ক্ষোভের মুখে রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান পঞ্চায়েতে সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। সকাল থেকে কর্মসূচি ঠিক ভাবে চললেও তাল কাটে  বড়বৈনানের মণ্ডলপাড়ায় যাওয়ার পর। এলাকার বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন। গ্রামের রাস্তা,পানীয় জল প্রকল্প  থেকে এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে অভিযোগ করেন।                                  


আরও পড়ুন, মেঘালয়ের পর এবার ত্রিপুরা সফরে মমতা, পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরেও


দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে আজ উত্তর ২৪ পরগনার বন্দিপুর পঞ্চায়েত এলাকায় জনসংযোগ নামেন সৌগত রায়। বন্দিপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ। সাংসদকে সামনে পেয়ে পরিকাঠামো সহ একাধিক অভিযোগ তুলে ধরেন তারা। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ।                                    



দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে হরিনাম সংকীর্তনে খোল বাজালেন ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়। রবিবার সকালে রামপুরহাটের বুধিগ্রাম পঞ্চায়েতের পরুনে  দিদির দূত কর্মসূচিতে যান স্থানীয় বিধায়ক। সেখানেই খোল বাজান তিনি। এরপর কর্মীদের নিয়ে বৈঠক করেন আশিস বন্দ্যোপাধ্যায়।