বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ২৮ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ১৩ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- রোদ ঝলমলে আকাশ


বাতাস- ১০ কিমি/ঘণ্টা


আর্দ্রতা - ৪১ শতাংশ


সূর্যোদয়- সকাল ৬টা ২১ মিনিট


সূর্যাস্ত- ৫টা ১৮ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ (Clear Sky)। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার।


বঙ্গের আবহাওয়া-


মাঘের শুরুতে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর মধ্যেই চলছে পারদের ওঠানামা। রবিবারে ফের বাড়ল তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি বাড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিনও তিলোত্তমার সকাল ছিল কুয়াশায় মোড়া।  


গত কয়েকদিন ধরেই কুয়াশার (Fogg) চাদর সরিয়ে দেরিতে মুখ দেখাচ্ছে সূর্য। এর মধ্যেই ঊর্ধ্বমুখী হল পারদ। মকর সংক্রান্তির (Makar Sankranti) সময় থেকেই একটু একটু করে পিছু হটেছে শীত (Weather)। গতকালের থেকে ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা।   


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে বঙ্গে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি মরশুমে যে বিদায় নিতে পারে শীত।                                                                 


এক ধাক্কায় অনেকটা পারদ পতন হয়েছিল কলকাতায়। মনে করা হচ্ছিল, হাওয়া অফিসের পূর্বাভাস মিথ্যে করে বুঝি কামব্যাক করবে শীত। কিন্তু, বাস্তবে তা হল না। আবারও ঊর্ধ্বমুখী কলকাতা শহরের তাপমাত্রা।