কলকাতা: ক্ষমতার নেশায় এমন যাতে না হয়ে যায়, যাতে মানুষ মানুষকেই চিনতে পারল না। রামপুরহাট হত্যাকাণ্ড (Rampurhat Killings) নিয়ে মন্তব্য তৃণমূল (TMC) সাংসদ, অভিনেতা দেবের (Dev)।
বগটুইয়ের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য
বগটুইয়ের ঘটনা নিয়ে রাজ্য উত্তাল। বিরোধী দলগুলি এই ঘটনা নিয়ে রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনায় সরব। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এরই মধ্যে রামপুরহাট নিয়ে মুখ খুললেন দেব।
খুনের বদলা নিতেই হামলা?
তৃণমূল নেতা ভাদু শেখ খুনের বদলা নিতেই কি রামপুরহাটের বগটুই গ্রামে একের পর এক বাড়ি জ্বালানো হয়েছিল? নিহত তৃণমূল নেতার অনুগামীরাই কি বাড়িগুলিতে আগুন দিয়েছিল? হাসপাতাল থেকে ফেরার পরই কি আগুন ধরানো হয়েছিল? এই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিসিটিভি ফুটেজ।
এর মধ্যে এবিপি আনন্দর হাতে এসেছে সেই রাতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ। যেখানে আহত ভাদু শেখকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, কী কী হয়েছিল, তার ধারাবাহিক ছবি ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, ২১ মার্চ রাত সোয়া আটটার একটু পরে হাসপাতালের সামনে এসে দাঁড়ায় একটি অ্যাম্বুল্যান্স। ছুটতে ছুটতে হাসপাতালে ঢোকে তিন তরুণ। এরপর সেই স্ট্রেচারে শুইয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে ঢোকানো হয় বোমায় আহত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে। ঘড়িতে তখন রাত ৮টা বেজে ১৯ মিনিট। তিন তরুণের পিছন পিছন ইমার্জেন্সিতে ঢোকে দলে দলে লোকজন। এরপর থেকে হাসপাতালে শুরু হয় ভাদু শেখের অনুগামীদের ঘন ঘন আনাগোনা। রাত সাড়ে আটটা নাগাদ আবার একদল লোক রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢোকে। এর মধ্যে হাসপাতালে ঢোকেন একদল মহিলা। তাঁদের মধ্যে ছিলেন ভাদু শেখের স্ত্রী-ও। এর মধ্যে দফায় দফায় দলে দলে লোক হাসপাতালে ঢুকতে আর বেরোতে থাকে।
গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ
রাত ৮টা বেজে ৩৮ মিনিটে ভাদু শেখের অনুগামীদের একটা বড় দলকে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। রাত ৮টা ৪৩ মিনিটে দেখা যায়, আরেকটি বড় দল হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ইমার্জেন্সি থেকে স্ট্রেচারে শুইয়ে বার করে আনা হয় ভাদু শেখকে। রাত ৮টা বেজে ৪৬ মিনিটে ইমার্জেন্সি থেকে একদল লোককে বেরোতে দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে সমু।
প্রত্যক্ষদর্শীদের অনেকে অভিযোগ করেছেন, হাসপাতাল থেকে ফিরে অনেকে মিলে বগটুই গ্রামে গিয়ে হামলা করেন। এই প্রেক্ষাপটে হাসপাতালের সিসিটিভি ফুটেজে তৃণমূল বিধায়কের ভাইপোর ছবি ধরা পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।