মুম্বই: আর্থিক প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী রিমি সেন (Rimmi Sen)। এএনআই সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর বিরুদ্ধে চার কোটিরও বেশি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন 'গোলমাল' অভিনেত্রী। নতুন ফার্মে বিনিয়োগ করার জন্য ওই ব্যবসায়ীকে টাকা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে অভিনেত্রীর অভিযোগ, তাঁর সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে।


রিমি সেনের অভিযোগ-


রিমি সেন অভিযোগ জানিয়েছেন যে, গুরুগ্রামের ব্যবসায়ী রৌণক যতীন ব্যাসের সঙ্গে বছর তিনেক আগে আলাপ হয় তাঁর। আন্ধেরির এক জিমে আলাপ হওয়ার পর তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। অভিনেত্রীর দাবি, তিনি ওই ব্যবসায়ীর নতুন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। ৪. ১৪ কোটি টাকা বিনিয়োগ করেন রিমি। তাঁকে রিটার্নেরও আশ্বাস দেন ওই ব্যবসায়ী। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরই অভিনেত্রী বুঝতে পারেন যে, অভিযুক্ত ব্যবসায়ী কোনও নতুন ব্যবসা শুরু করেননি। রৌণক নামের ব্যবসায়ীকে পরবর্তীতে বারবার ফোন করলেও অভিনেত্রীর অভিযোগ, তিনি ফোন তোলেননি। পাশাপাশি তিনি বিনিয়োগ করা টাকাও ফেরত পাননি। আর এরপরই মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে ওই ব্যবসায়ীর নামে এফআইআর দায়ের করেন রিমি সেন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪০৯ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রিমি সেনের অভিযোগ পাওয়ার পর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের সন্তান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি জানা গিয়েছে অভিযুক্তকে ফোনে চেষ্টা করা হলেও তাঁর ফোন ডিঅ্যাকটিভেটেড আসে।



আরও পড়ুন - Kacha Badam: কাঁচা বাদাম গানে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত, মুহূর্তে ভাইরাল ভিডিও


প্রসঙ্গত, কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দেন বলিউড অভিনেত্রী রিমি সেন। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরিশ রাওয়াতের হাত ধরে কংগ্রেসে যোগ দেন তিনি। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে হরিশ রাওয়াত লেখেন,  'বলিউড ছবির জগতের জনপ্রিয় অভিনেত্রী এবং এক সময়ে বিজেপির হয়ে তারকা প্রচারক রিমি সেন কংগ্রেসে যোগ দিলেন। কারণ, তিনিও পরিবর্তন চান। রিমি সেন জি-কে উত্তরাখণ্ডে আসার জন্য অনেক অনেক স্বাগত আর উত্তরাখণ্ডের নির্বাচন অভিযান সমিতির প্রধান হিসেবে ওঁকে কংগ্রেস দলে যোগ দেওয়ার পথে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি অনুভব করছি।'