ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: আজ শুভ অক্ষয় তৃতীয়া। বছরের প্রথম দিন যেমন অনেকেই হালখাতার পুজো করে থাকেন ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ব্যবসা শুরু করেন। অনেকে হালখাতার পুজো করেন। তাই সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভিড়। সকাল সকাল তারা মায়েপ পুজো দিতে হাজির ব্যবসায়ী সহ ভক্তরা।
অক্ষয় তৃতীয়ায় ভক্ত সমাগম তারাপীঠে: শুক্রবার সকাল থেকে তারাপীঠে উপচে পড়েছে ভিড়। এই দিনটিতে অনেক ব্যবসায়ী হালখাতা দিয়ে নতুন বছরের ব্যবসা ভাল হওয়ার জন্য প্রার্থনা করেন। শুভদিন বলে বহু ভক্ত এই দিন পুজো দেন। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন অনেকে। মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, শুক্রবার সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন এদিন।
জ্যোতিষী দেবাশিস ভট্টাচার্য জানান অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। আর এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
আজকের দিন মা তারাকে বিশেষ রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়। সকালে মঙ্গল আরতির পর মা তারা কে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়। এর পরেই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে পুজো। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি,পোলাও,পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া,মাছের মাথা, এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়।
এদিকে, ছয় মাস বন্ধ থাকার পর, আজ থেকে ফের খুলে গেল কেদারনাথের দরজা। অক্ষয় তৃতীয়ার দিনে সকাল ৭ টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দির। ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হল কেদারনাথ ধাম। হেলিকপ্টার থেকে করা হয় পুষ্পবৃষ্টি। কেদারনাথের পাশাপাশি, খুলে দেওয়া হল গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথও।১২ ই মে পর্যন্ত খোলা থাকবে বদ্রীনাথের দরজা। চারধাম যাত্রাকে কেন্দ্র করে কেদারনাথে নেমেছে ভক্তদের ঢল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন' আক্রমণ অমিত শাহর