রামপুরহাট: দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন অমিত শাহ (Amit Shah)। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রতর নাম নিয়ে তৃণমূলকে আক্রমণ অমিত শাহর।


শাসক দলকে আক্রমণ: ভোটপ্রচারে এদিন ফের রাজ্যে এসেছেন অমিত শাহ। পরপর তিনটি জায়গায় প্রচার কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন  লালমাটির জেলা বীরভূমে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই সভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। তাঁর কথায় উঠে আসে অনুব্রত মণ্ডলের কথা। যিনি বর্তমানে গরু পাচার মামলার অভিযোগে তিহাড়ে রয়েছেন। এদিন রামপুরহাটের সভা থেকে অমিত শাহ বলেন, 'তৃণমূলের আমলে বাংলায় বালি-কয়লা-গরু পাচার। তৃণমূল মানেই দুর্নীতি-মাফিয়ারাজ। গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন। যাঁরা এখনও গরু-বালি-কয়লা পাচার করছেন, তাঁরা শুধরে যান। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে উল্টো ঝুলিয়ে সোজা করে দেব। বাংলায় এখন মন্ত্রীর ঘর থেকেও কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার। চিন্তা করবেন না, তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে।'


এদিন তিনি বলেন, "বীরভূমে ১৯ টি নদী আছে। কিন্তু বাম ও তৃণমূল জমানায় এই নদী দুর্নীতি ও বালি পাচারের আখড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর প্রশ্রয়ে বালি কয়লা গরু পাচার চলে। লাল মাটিতে এবার গেরুয়া ঝড় উঠবে। ৪ জুন ৩০ টি পদ্ম মোদির ঝুলিতে যাবে। এই জেলা থেকে মানুষকে কাজের জন্য বাইরে যেতে হয়। সিউড়িতে পানীয় জল নেই, জেলাতে স্বাস্থ্যের বেহাল অবস্থা, ৫ টি শক্তিপীঠ থাকলেও পর্যটনের নামগন্ধ নেই। তৃণমূলের মানে তুষ্টিকরণ, মাফিয়ারাজ ও দুর্নীতি।  মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা মানুষের মন্ত্রীর নয়। ইডি সিবিআই আমরা পাঠাইনি হাইকোর্ট পাঠিয়েছে। কারও ঘর থেকে ৫১ কোটি ৩০০ কোটি টাকা উদ্ধার হলে এই মোদি সরকার দুর্নীতিবাজদের জায়গা জেলে হবে। মোদিকে ৩০টি আসন দিন বাংলা থেকে কাটমানিখোর, দুর্নীতিবাজরা বিদায় নেবেন। বীরভূমে মানুষকে ভয় দেখাতে প্রায় বিস্ফোরণ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমকে উপহার হিসেবে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান, ভোটের বাংলায় সচেতনতার বার্তা বাউল শিল্পীর