ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: উৎসবের মরশুমেও বিরাম নেই বোমাবাজির (Bombing)। এবার সিউড়িতে (Suri) স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ উঠল। স্কুলের সামনে থেকেই উদ্ধার করা হল তাজা বোমা। ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে। 


স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ: ক্লাবের পর এবার স্কুল। সিউড়ির রুটিপাড়ায় রাতে স্কুলের সামনে বোমাবাজি। গতকাল গভীর রাতে রুটিপাড়া বিদ্যাপীঠ স্কুলের সামনে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে স্থানীয়দের দাবি। রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। এর তিনদিন আগে গত বৃহস্পতিবার রুটিপাড়ায় জঙ্গল পরিষ্কারের সময় একটি কৌটো বোমা উদ্ধার করেন সাফাই কর্মীরা। জনবহুল এলাকায় বোমাবাজি এবং একের পর বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।             


ক্লাবে বোমাবাজির ঘটনা: চলতি সপ্তাহেই বীরভূমের সিউড়িতে ক্লাবের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। ক্লাবের সামনে নর্দমা থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। স্থানীয়রা অভিযোগ তোলেন, রাত ১টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইকে চড়ে সিউড়ির সোনাতোড় গ্রামে এসে স্থানীয় একটি ক্লাব লক্ষ্য করে বোমা ছোড়ে। লোকজন বেরিয়ে এলে তারা চম্পট দেয়। কারা, কী কারণে ক্লাবের সামনে এসে বোমা ছুড়ল, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।           


চলতি বছর জানুয়ারি মাসে কোচবিহারের (Coochbehar) পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের (TMC) বৈঠক চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ১২ জনকে গ্রেফতার পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি বছর জানুয়ারি মাসে ওই প্রাথমিক স্কুলে বৈঠক করছিলেন এলাকার কয়েকজন যুব তৃণমূল নেতা ও কর্মী। তখনই কিছু দুষ্কৃতী স্কুলের বাইরে বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়। তাতে ভেস্তে যায় যুব তৃণমূলের বৈঠক। তাতে চলতি মাসেই বল ভেবে খেলতে গিয়ে কোচবিহারের মাথাভাঙায় বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। গুরুতর জখম বালককে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, মাথাভাঙার কেদারহাট এলাকায় কালভার্টের নিচে বোমা রাখা ছিল। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৯ বছরের বালক আহত হয়। এলাকা ঘিরে রাখে মাথাভাঙা থানার পুলিশ। 


আরও পড়ুন: North 24 Parganas Weather: শরতের ভরপুর আমেজ, রোদ ঝলমলে আকাশ উত্তর ২৪ পরগনায়