আবির দত্ত, কলকাতা: মাড়গ্রামে (margram bomb blast) বোমা ফেটে মৃত্যু তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখেরও (laltu seikh death)। এর আগে বোমা ফেটে মারা যায় লাল্টুর সঙ্গী নিউটন শেখ। চিকিৎসার জন্য রামপুরহাট থেকে এসএসকেএমে (SSKM) আনা হয়েছিল লাল্টু শেখকে। লাল্টুর পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত রক্তক্ষরণ ও চিকিৎসা চলাকালীন তিনবার হার্ট অ্যাটাক (heart attack) হয় লাল্টুর, খবর হাসপাতাল সূত্রে। যদি আজ দেহ ছাড়া যায়, তা হলে আজই ময়নাতদন্ত হতে পারে বলে খবর।
যা জানা গেল...
গত কাল অ্যাপলো হাসপাতাল থেকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল লাল্টু শেখকে। শরীরে একাধিক আঘাত ছিল তৃণমূল প্রধানের ভাইয়ের, প্রাথমিক ভাবে এমনই শোনা যাচ্ছে। পরিজনদের অভিযোগ, বোমা ফেটে জখম হওয়ার পরও রেহাই পাননি লাল্টু। ৭-৮ জন মিলে তুলে নিয়ে যায় তাঁকে। শাবল দিয়ে মারা হয়। এসএসকেএমে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। দুপুর পর্যন্ত ট্রমা কেয়ারেই রাখা রয়েছে লাল্টুর দেহ। সময়ের মধ্যে তাঁর দেহ মর্গে নিয়ে আসা সম্ভব হলে আজই ময়নাতদন্ত হতে পারে বলে খবর। এই মুহূর্তে শাস্তির দাবিতে মাড়গ্রামে লাল্টুর বাড়িতে আছড়ে পড়েছে ভিড়।
কী ঘটেছিল?
বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে ২ জনের মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি নিহত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। এলাকায় পৌঁছেছেন বোলপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল ও হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। অন্যদিকে, ঘটনার পর থেকেই থমথমে মাড়গ্রাম। বিস্ফোরণে গুরুতর জখম তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখের অবস্থা। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। এই দুটি পঞ্চায়েতে কারা প্রার্থী হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। এর মধ্যেই মাড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন:বিয়ে করতে জয়সলমেরের উদ্দেশে চললেন সিদ্ধার্থ, রইল ভিডিও